Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National

বিয়েতে তোলা যাবে আড়াই লক্ষ, ঘোষণা কেন্দ্রের

বিয়ের মরসুমে কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তে সম্ভবত সবচেয়ে বেশি মুশকিলে পড়েছিলেন তাঁরাই। এ বার সেই সব পরিবারকে স্বস্তি এনে দিল কেন্দ্রের নতুন ঘোষণা। বৃহস্পতিবার কেন্দ্রীয় আর্থিক বিষয়ক সচিব শক্তিকান্ত দাশ ঘোষণা করলেন, বিয়ে উপলক্ষে আড়াই লক্ষ টাকা পর্যন্ত তোলা যাবে।

সাংবাদিক সম্মেলনে অর্থ বিষয়ক সচিব। ছবি: পিটিআই।

সাংবাদিক সম্মেলনে অর্থ বিষয়ক সচিব। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৬ ১৬:২৫
Share: Save:

বিয়ের মরসুমে কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তে সম্ভবত সবচেয়ে বেশি মুশকিলে পড়েছিলেন তাঁরাই। এ বার সেই সব পরিবারকে স্বস্তি এনে দিল কেন্দ্রের নতুন ঘোষণা। বৃহস্পতিবার কেন্দ্রীয় আর্থিক বিষয়ক সচিব শক্তিকান্ত দাশ ঘোষণা করলেন, বিয়ে উপলক্ষে আড়াই লক্ষ টাকা পর্যন্ত তোলা যাবে।

কেন্দ্রীয় আর্থিক বিষয়ক সচিব এ দিন বলেন, “আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে উপলক্ষে পরিবার পিছু আড়াই লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্ক থেকে তোলার সুযোগ দেওয়া হবে। পরিবারের যে কোনও এক জন নির্দিষ্ট প্রমাণ-সহ এই টাকা তুলতে পারবেন।”

শুধুমাত্র যে পরিবারে বিয়ে হচ্ছে সেই সব পরিবারই নয়, সরকারের এই সিদ্ধান্ত উপকৃত হবেন বিয়ের সঙ্গে যুক্ত অনেক পেশার মানুষও। নোট বাতিলের সরকারি ঘোষণার পর একে একে ঝাঁপ বন্ধ করতে শুরু করেছিল মেহেন্দি, ফুল-সহ বিয়ের সঙ্গে যুক্ত ছোটখাটো ব্যবসাগুলি। এইগুলিতে প্রধানত খুচরো টাকার মাধ্যমেই ব্যবসা হত। সরকার আড়াই লক্ষ পর্যন্ত টাকা তোলার সুযোগ দেওয়ায় এই সমস্যাগুলির সমাধান হবে বলে মনে করা হচ্ছে।

আড়াই লাখি ঘোষণার পাশাপাশি আরও কয়েকটি ঘোষণা এ দিন করলেন শক্তিকান্ত। কেন্দ্রের গ্রুপ সি পর্যায়ের কর্মীদের বেতন বাবদ আগাম ১০ হাজার টাকা তোলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে এ দিন। পাশাপাশি পুরনো নোট বদলের সাড়ে ৪ হাজারের গণ্ডি কমিয়ে দৈনিক দু’হাজার করা হয়েছে।

আরও পড়ুন:
নোট সঙ্কট নিয়ে উত্তাল সংসদ, তুমুল বিক্ষোভে তৃণমূল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Note Ban Shaktikanta Das Wedding
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE