Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National News

অস্বাভাবিক আগ্রাসন দেখাচ্ছে চিন: জানাল ভারতীয় বিদেশ মন্ত্রক

ডোকলামের পরিস্থিতি ঠিক কী রকম এবং সে অচলাবস্থা কাটাতে ভারতীয় বিদেশ মন্ত্রক ঠিক কী ভাবে সচেষ্ট হয়েছে, সে বিষয়ে বিদেশ নীতি বিষয়ক সংসদীয় কমিটিকে এ দিন বিশদে জানিয়েছেন বিদেশ সচিব।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৭ ২৩:৩৮
Share: Save:

অস্বাভাবিক আগ্রাসী আচরণ করছে চিন। জানাল ভারতীয় বিদেশ মন্ত্রক। চিনের সঙ্গে তার প্রতিবেশী দেশগুলির সীমান্ত সমস্যা নতুন কিছু নয়। আর সীমান্ত নিয়ে কোনও সংশয় দেখা দিলেই যে চিন আগ্রাসী অবস্থান নেয়, সেও কারও অজানা নয়। কিন্তু ভারত-ভুটান-চিন সীমান্তে শুরু হওয়া টানাপড়েন নিয়ে চিন যে পরিমাণ আগ্রাসন দেখাচ্ছে, তাকে অস্বাভাবিক বলেই মনে করছে নয়াদিল্লি। বিদেশ নীতি বিষয়ক সংসদীয় কমিটির সদস্যদের আজ, মঙ্গলবার এ কথাই জানিয়েছেন বিদেশ সচিব এস জয়শঙ্কর।

ডোকলামের পরিস্থিতি ঠিক কী রকম এবং সে অচলাবস্থা কাটাতে ভারতীয় বিদেশ মন্ত্রক ঠিক কী ভাবে সচেষ্ট হয়েছে, সে বিষয়ে বিদেশ নীতি বিষয়ক সংসদীয় কমিটিকে এ দিন বিশদে জানিয়েছেন বিদেশ সচিব। কমিটির ৩১ জন সদস্যের মধ্যে ২০ জনই এই বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অন্যতম কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। এস জয়শঙ্কর কমিটিকে জানিয়েছেন, কূটনৈতিক পথেই যাতে সিকিম সীমান্তে চলতে থাকা এই টানাপড়েনের সমাধান খুঁজে বার করা যায়, ভারত সেই লক্ষ্যে চেষ্টা চালাচ্ছে। তবে চিন যে পরিমাণ প্রতিক্রিয়া দেখাচ্ছে, তা স্বাভাবিক নয় বলেই ভারতীয় বিদেশ মন্ত্রক মনে করছে।

আরও পড়ুন:সীমান্ত জুড়ে যুদ্ধের জন্য প্রস্তুত হোক ভারত: ফের হুমকি চিনা মুখপত্রে

ভারতকে সশস্ত্র সঙ্ঘাতের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে, এমন আশঙ্কার কোনও কারণ নেই বলে অবশ্য বিদেশ সচিব আশ্বস্ত করেছেন। চিন অতিরিক্ত আস্ফালন করলেও ভারত বিচলিত নয়, সংসদীয় কমিটিকে এমনই জানিয়েছেন বিদেশ সচিব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE