নোটবন্দির চেয়েও ভয়ঙ্কর হবে জাতীয় জনসংখ্যা রেজিস্টার (এনপিআর) আর জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি)। নোটবন্দির সিদ্ধান্ত আমাদের যতটা ক্ষতি করেছে, এনপিআর এবং এনআরসি হবে তার দ্বিগুণ ক্ষতিকারক।
দিল্লিতে এআইসিসি-র সদর দফতরে শনিবার কংগ্রেসের ১৩৫তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপনে দলীয় পতাকা উত্তোলন করার পর এনপিআর এবং এনআরসি নিয়ে এই ভাবেই তোপ দাগলেন রাহুল গাঁধী।
বললেন, ‘‘নাগরিকত্ব প্রমাণের জন্য ওঁর (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী) ১৫ জন বন্ধুকে কোনও নথিপত্রই দাখিল করতে হবে না। এই সবের জন্য (এনপিআর এবং এনআরসি) বরাদ্দ করা অর্থ ঢুকবে ওই ১৫ জনের পকেটে। আর এই আইনগুলির জন্য ভুগতে হবে দেশের গরিব মানুষদের।’’