তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে ধাক্কার পরে কংগ্রেস সাংগঠনিক রদবদল শুরু করল। সাংগঠনিক দায়িত্ব থেকে সরানো হয়েছে রাজীব শুক্ল, ভরতসিন সোলাঙ্কি, দীপক বাবরিয়া, মোহন প্রকাশ, অজয় কুমার, দেবেন্দ্র যাদবদের।
গুলাম আহমেদ মীর এত দিন পশ্চিমবঙ্গের সঙ্গে ঝাড়খণ্ডের দায়িত্বে ছিলেন। মীরের হাতে শুধুমাত্র পশ্চিমবঙ্গের ভার রেখে রাহুল ঘনিষ্ঠ কে রাজুকে ঝাড়খণ্ডের পর্যবেক্ষক করা হচ্ছে। ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেলকে এআইসিসি-তে সাধারণ সম্পাদক হিসেবে পঞ্জাবের দায়িত্ব দেওয়া হল। পঞ্জাবে কংগ্রেসের পুনরুত্থানের আশা দেখছেন নেতৃত্ব। চলতি বছরের শেষে বিহারের বিধানসভা ভোট। বিহারের দায়িত্ব দেওয়া হচ্ছে রাহুল-ঘনিষ্ঠ কৃষ্ণ আল্লাভারুকে। রাজ্যসভা সাংসদ সৈয়দ নাসির হুসেনকে সাধারণ সম্পাদক করে জম্মু-কাশ্মীর, লাদাখের ভার দেওয়া হয়েছে।
হরিয়ানায় পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে বি কে হরিপ্রসাদকে। রজনী পাটিলকে হিমাচল ও চণ্ডীগঢ়ের ভার দেওয়া হয়েছে। হরিশ চৌধরিকে দেওয়া হয়েছে মধ্যপ্রদেশের দায়িত্ব। মীনাক্ষী নটরাজন তেলঙ্গানা, অজয় কুমার লাল্লু ওড়িশা, গিরিশ চোড়নকর পেয়েছেন তামিলনাড়ু, পুদুচেরির ভার।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)