Advertisement
২৬ এপ্রিল ২০২৪

চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী, মোদীকে কুর্নিশ জানালেন ইভাঙ্কা

একই মঞ্চে দাঁড়িয়ে মহিলাদের ক্ষমতায়ন নিয়েও সরব হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ইভাঙ্কা।

হাস্যময়ী: হায়দরাবাদে শিল্পদ্যোগীদের আন্তর্জাতিক সম্মেলনে ইভাঙ্কা ট্রাম্প। মঙ্গলবার। ছবি: পিটিআই।

হাস্যময়ী: হায়দরাবাদে শিল্পদ্যোগীদের আন্তর্জাতিক সম্মেলনে ইভাঙ্কা ট্রাম্প। মঙ্গলবার। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৭ ০৩:৪৭
Share: Save:

যাঁর আমন্ত্রণে তাঁর ভারতে আসা, আজ হায়দরাবাদে দাঁড়িয়ে সেই নরেন্দ্র মোদীর ঢালাও প্রশংসা করলেন ইভাঙ্কা ট্রাম্প। নিজের বক্তৃতার শুরুতেই ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে মার্কিন প্রেসিডেন্ট কন্যা বললেন, ‘‘ছোটবেলায় চা বেচা থেকে শুরু করে আপনি নির্বাচনে জিতে দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আপনিই প্রমাণ করেছেন যে পরিবর্তন আসলে সম্ভব।’’ একই মঞ্চে দাঁড়িয়ে মহিলাদের ক্ষমতায়ন নিয়েও সরব হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম উপদেষ্টা ইভাঙ্কা।

এই প্রথম দক্ষিণ এশিয়ার কোনও দেশে হচ্ছে ‘বিশ্ব উদ্যোগপতি সম্মেলন’। আজ তিন দিনের এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ছিল হায়দরাবাদের ‘ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার’-এ। ইভাঙ্কার সঙ্গেই গোটা বিশ্ব থেকে প্রায় দেড় হাজার প্রতিনিধি এসেছেন এই সম্মেলনে যোগ দিতে। যার মধ্যে আবার পঞ্চাশ শতাংশের বেশি মহিলা। এ বারের সম্মেলনের মূল থিমই নারী। সম্মেলনের ট্যাগলাইন: ‘উইমেন ফার্স্ট, প্রসপারিটি ফর অল’। নরেন্দ্র মোদী থেকে শুরু করে ইভাঙ্কা, দু’জনের বক্তৃতারই একটা মূল অংশই ছিল তাই মহিলাদের ক্ষমতায়ন নিয়ে।

একই মঞ্চে বন্ধু ভারতের পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন ইভাঙ্কা। বাবা ডোনাল্ড ট্রাম্পের মতোই মনে করিয়ে দিয়েছেন হোয়াইট হাউস নয়াদিল্লিকে অন্যতম বন্ধু বলে মনে করে। এক সময় তিনি বাবার নির্বাচনী প্রচারপর্ব সামলেছেন। প্রেসিডেন্ট হওয়ার পরে বড় মেয়ে ইভাঙ্কাকে উপদেষ্টার পদে আনেন ট্রাম্প। আজ ফের ভারতকে বন্ধুত্বের বার্তা দিয়ে বাবার হয়ে এই সফরের কূটনৈতিক সৌজন্যটুকু ইভাঙ্কা কৌশলে সেরে রেখেছেন বলে মনে করছেন অনেকে।

ভারতীয় রাজনীতিতে চর্চা শুরু হয়েছে ইভাঙ্কার চাওয়ালা মন্তব্য নিয়েও। গুজরাত ভোটের প্রচারে গিয়ে মোদীকে এই অস্ত্রেই কাবু করতে চেয়েছেন রাহুল গাঁধী। কিন্তু আজ বিশ্বের কয়েক হাজার প্রতিনিধির সামনে মোদীকে চাওয়ালা বলে সম্বোধন করে বিজেপিকে ফের চাঙ্গা করে দিয়েছেন ইভাঙ্কা। রাহুলকে নিশানা করে মোদীর দল বলছে, এক দিকে এক ভারতীয় চাওয়ালা প্রসঙ্গে মোদীকে খাটো করে দেখানোর চেষ্টা করছেন। অন্য দিকে এক জন বিদেশিনি এসে এ দেশের মাটিতে দাঁড়িয়ে সেই চাওয়ালাকেই কুর্নিশ করছেন। পাল্টা মুখ খুলেছে কংগ্রেসও। চাওয়ালা প্রসঙ্গে নয় অবশ্য। মোদী জমানায় ১৩ কোটি ভারতীয়কে দারিদ্রসীমার উপরে তুলে আনার যে সাফল্যের কথা আজ ইভাঙ্কা উল্লেখ করেছেন, তা আসলে ইউপিএ জমানার ঘটনা বলে এ দিন দাবি করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE