রাহুল গান্ধী মহারাষ্ট্রে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তোলায় নির্বাচন কমিশন তাঁকে চিঠি লিখে মুখোমুখি আলোচনায় বসার আহ্বান জানিয়েছিল। জবাবে কংগ্রেসের তরফে কমিশনকে চিঠি লিখে জানানো হল, আগে কমিশন রাহুলের দাবি মেনে ডিজিটাল ফরম্যাটে গত লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে ভোটার তালিকা এবং তার পরে বিধানসভা নির্বাচনে ভোটার তালিকা দিক। তা খতিয়ে দেখার পরেই কংগ্রেস নেতৃত্ব কমিশনের সঙ্গে দেখা করবেন।
রাহুলের অভিযোগ ছিল, লোকসভা নির্বাচনের আগের পাঁচ বছরে মহারাষ্ট্রের ভোটার তালিকায় ৩২ লক্ষ নাম যোগ হয়েছিল। অথচ ২০২৪-এর লোকসভা নির্বাচন এবং তার পাঁচ মাস পরে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের মধ্যে রাজ্যের ভোটার তালিকায় ৩৯ লক্ষ নাম যোগ হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আনুমানিক হিসেব, মহারাষ্ট্রে প্রাপ্তবয়স্ক জনসংখ্যা ৯ কোটি ৫৪ লক্ষ। অথচ মহারাষ্ট্রের ভোটারের সংখ্যা ৯ কোটি ৭০ লক্ষ। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণের সময় বিকেল ৫টার পরেও বিপুল ভোট পড়েছিল। তাই কমিশনের কাছে ডিজিটাল ফরম্যাটে দুই নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকার দাবি করেন লোকসভার বিরোধী দলনেতা। কিন্তু কমিশন তা দেয়নি।
উল্টে কমিশনের সচিব রাহুলকে চিঠি লিখে আলোচনায় বসার জন্য আমন্ত্রণ জানান। কেন সচিব এ বিষয়ে চিঠি লিখলেন, তা নিয়েই কংগ্রেসের আপত্তি ছিল। তাই রাহুলের বদলে সচিবকে চিঠির জবাব দিয়েছে কংগ্রেসের নির্বাচনের বিষয়ে অভিজ্ঞ নেতা এবং বিশেষজ্ঞদের নিয়ে তৈরি কমিটি ‘ঈগল’। তাঁদের বক্তব্য, কমিশন ডিজিটাল ফরম্যাটে ভোটার তালিকা ও মহারাষ্ট্রের ভোটগ্রহণের ভিডিয়ো ফুটেজ দিক। তা খতিয়ে দেখে কংগ্রেস কমিশনের সঙ্গে বৈঠকের সময় জানাবে।
কমিশন বিহারে ভোটার তালিকা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে, তা নিয়ে কংগ্রেস বলেছে, এ থেকেই স্পষ্ট কমিশন পুরনো ভোটার তালিকা পুরোপুরি বাতিল করতে চাইছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)