Advertisement
০৭ মে ২০২৪
Ayodhya

অযোধ্যার মসজিদ নিয়ে ফের বিতর্ক

এ ভাবে পাওয়া জমিতে মসজিদ নির্মাণ অবৈধ এবং শরিয়া-বিধির বিরোধী বলে দাবি করছেন অল ইন্ডিয়া পার্সেনাল ল’ বোর্ডের সদস্যরা।

প্রস্তাবিত মসজিদ। ফাইল চিত্র।

প্রস্তাবিত মসজিদ। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
লখনউ শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ০৪:৪০
Share: Save:

সুপ্রিম কোর্টের রায়ের পরে অযোধ্যার ধন্নীপুরে সরকারের দেওয়া বিকল্প জমিতে মসজিদ নির্মাণ শুরুর মুখেই ফের বিতর্ক। এ ভাবে পাওয়া জমিতে মসজিদ নির্মাণ অবৈধ এবং শরিয়া-বিধির বিরোধী বলে দাবি করছেন অল ইন্ডিয়া পার্সেনাল ল’ বোর্ডের সদস্যরা।

নির্ধারিত পাঁচ একর জায়গায় ইতিমধ্যেই আধুনিক ডিজাইনের একটি মসজিদ এবং হাসপাতাল তৈরির পরিকল্পনা করেছে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ) নামে একটি ট্রাস্ট। তার মডেলও প্রকাশ করেছে। উত্তরপ্রদেশ স্টেট সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড এই ট্রাস্ট তৈরি করে মসজিদ নির্মাণের দায়িত্ব দিয়েছে। কিন্তু বাবরি মসজিদ নিয়ে মামলার অন্যতম শরিক অল ইন্ডিয়া পার্সোনাল ল’ বোর্ড-এর একাধিক সদস্য এখন বিকল্প জায়গায় মসজিদ নির্মাণের বিরোধিতায় সরব। বোর্ডের সদস্য এবং বাবরি মসজিদ নিয়ে আইনি লড়াইয়ের অন্যতম প্রধান মুখ, বাবরি মসজিদ অ্যাকশন কমিটির আহ্বায়ক জাফরইয়াব জিলানি বুধবার বলেন, “যে শরিয়া-বিধির উপরে ওয়াকফ আইন প্রতিষ্ঠিত, তাতে বলা হয়েছে— মসজিদের জমি বিনিময়যোগ্য নয়। সুতরাং, ওই জমির বদলে অন্য জমি পাওয়াটাই অবৈধ।” ল’ বোর্ডের আর এক সদস্য এসকিউআর ইলিয়াস বলেন, “একই জায়গায় মসজিদের অধিকার চেয়ে মামলা করেছিলাম, বিকল্প জমি তো চাইনি। সুপ্রিম কোর্টের রায় আমাদের বিরুদ্ধে গিয়েছে। উচিত ছিল বিষয়টি সেখানেই শেষ করা।” তিনি জানান, ১৩ অক্টোবর ল’ বোর্ডের একটি পূর্ণাঙ্গ সভায় আসাদুদ্দিন ওয়াইসিও বিষয়টি তোলেন। তাঁর সামনেই বোর্ডের সব সদস্য ঘোষণা করেছিলেন, মসজিদের জমি বিনিময় শরিয়া-বিধিসম্মত নয়। কাজেই মসজিদের জন্য ওই জমি গ্রহণ করা উচিত নয়।

ইআইসিএফ-এর সচিব আথার হুসেন বলেন, “যে যার মতো শরিয়া-বিধির ব্যাখ্যা করে থাকেন। শরিয়া কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ জিনিস নয়। সেখানে মানুষের প্রয়োজন দেখতে বলা হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ayodhya Masjid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE