Advertisement
০২ মে ২০২৪
Coronavirus in India

স্বাস্থ্যকর্মী-বয়স্ক মিলিয়ে শুরুতে ৩০ কোটি ভারতীয়কে বিনামূল্যে করোনার টিকা দেবে কেন্দ্র

কারা টিকা পেলেন, তা দেখতে আধার কার্ডের সাহায্য নেওয়া হবে। যদিও টিকা পেতে আধার কার্ড বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে কেন্দ্র।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২০ ১৪:০৮
Share: Save:

চিকিৎসক-বয়স্ক ছাড়াও কো-মর্বিড মিলিয়ে প্রাথমিক ভাবে দেশের প্রায় ৩০ কোটি মানুষকে বিনামূল্যে করোনার টিকা জোগাবে কেন্দ্র। প্রাথমিক ভাবে কারা টিকা পাবেন, সেই তালিকা তৈরি করাও শুরু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। কী ভাবে ওই মানুষজনের কাছে টিকা পৌঁছে দেওয়া হবে, তা নিয়েও চিন্তা-ভাবনা চলছে। কারা টিকা পেলেন, তা দেখতে আধার কার্ডের সাহায্য নেওয়া হবে। যদিও টিকা পেতে আধার কার্ড বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে কেন্দ্র।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, টিকার জন্য ৪টি গোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাঁরা হলেন—

১) চিকিৎসক ছাড়াও নার্স-আশাকর্মী মিলিয়ে অন্তত ১ কোটি স্বাস্থ্যকর্মী। এঁদের পাশাপাশি কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া হবে ডাক্তারির পড়ুয়াদেরও।

২) করোনা-যুদ্ধে সামনের সারিতে থেকে লড়াই করা পুরকর্মী, পুলিশ এবং সেনাকর্মী মিলিয়ে ২ কোটি মানুষকেও চিহ্নিত করা হয়েছে।

৩) ৫০ বছর বেশি বয়সি ২৬ কোটি মানুষকেও প্রাথমিক ভাবে টিকা দেওয়া হবে।

৪) ৫০ বছরের কমবয়সি হওয়া সত্ত্বেও যাঁদের কো-মর্বির্ডিটি রয়েছে, এমন ১ কোটি মানুষকে টিকা দেওয়া হবে।

গোটা ব্যবস্থা যাতে সুষ্ঠু ভাবে এগোয়, তা দেখতে রাজ্যগুলিকে টাস্ক ফোর্স গঠন করতে বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। ইলেকট্রনিক ভ্যাকসিন ইনটেলিজেন্স নেটওয়ার্ক বা ইভিআইএন-এর মাধ্যমে টিকাকরণের বিষয়টি বাস্তবায়িত করা হবে। কারা টিকা পেলেন, তা দেখতে আধার কার্ডের সাহায্য নেওয়া হবে। তবে টিকার জন্য তা বাধ্যতামূলক না হলেও সরকার-নির্দিষ্ট যে কোনও পরিচয়পত্র দেখিয়েই টিকা নিতে পারবেন মানুষজন।

আরও পড়ুন: দৈনিক সংক্রমণ ফের ৫০ হাজার ছাড়াল, দেশে মোট মৃত্যু ১ লক্ষ ২৫ হাজার

আরও পড়ুন: টিকা-বৈঠকে ভারত, চিন্তা বাড়াচ্ছে দূষণ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE