Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Coronavirus in India

COVID in India: গত তিন দিনের থেকে কমলেও সাত হাজারের ঘরেই থাকল দৈনিক আক্রান্ত

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৪০ হাজার ২৭৫।

দেশের কোভিড পরিসংখ্যান।

দেশের কোভিড পরিসংখ্যান। গ্রাফিক—শৌভিক দেবনাথ।

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২১ ১৩:৪৩
Share: Save:

দেশের দৈনিক কোভিড সংক্রমণ থাকল সাত হাজারের ঘরেই। পর পর চার দিন ধরে। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৮১ জন। এর মধ্যে ৩ হাজার ২৯৭ জনই কেরলে। মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে ৫০০-র বেশি। বাকি সব রাজ্যে তা আরও কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৪০ হাজার ২৭৫।

আক্রান্তের পাশাপাশি রবিবার কমেছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৬৪ জনের। এর মধ্যে ২১৮ জনই কেরলের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গোটা অতিমারি পর্বে দেশে প্রাণ হারিয়েছেন ৪ লক্ষ ৭৭ হাজার ৪২২ জন।

দৈনিক আক্রান্ত নিয়ন্ত্রণে থাকায় দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছন ৮৩ হাজার ৯১৩ জন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus in India COVID-19 Deaths
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE