Advertisement
২২ মে ২০২৪
National News

বিজ্ঞানের জার্নাল থেকেই জেনেছি, গরু অক্সিজেন নেয় এবং ছাড়েও

তিনি কিছু ভুল বলেননি। গরু নিয়ে রীতিমতো পড়াশোনা করেই কথাটা বলেছিলেন! নিজের মন্তব্য থেকে না সরে মঙ্গলবার এমন দাবিই করে বসলেন রাজস্থানের শিক্ষামন্ত্রী বাসুদেব দেবনানি।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৭ ১৮:৩৭
Share: Save:

তিনি কিছু ভুল বলেননি। গরু নিয়ে রীতিমতো পড়াশোনা করেই কথাটা বলেছিলেন!

নিজের মন্তব্য থেকে না সরে মঙ্গলবার এমন দাবিই করে বসলেন রাজস্থানের শিক্ষামন্ত্রী বাসুদেব দেবনানি।

গত শনিবার এক আলোচনাসভায় গরুর বিজ্ঞানসম্মত গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছিলেন, ‘‘গরু একমাত্র প্রাণী, যারা শ্বাসকার্যের সময় বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। আবার নিশ্বাস হিসেবে সেই অক্সিজেনই বাতাসে ত্যাগ করে।’’ পাশাপাশি ওই সভায় তিনি বলেন, ‘‘এই ব্যাখ্যা সকলের বোঝার প্রয়োজন রয়েছে। সমাজের প্রতিটি মানুষের কাছে সে বার্তা পৌঁছনও অত্যন্ত দরকারি।’’ তাঁর এই মন্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে। প্রশ্ন ওঠে, রাজ্যের এক জন গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসাবে এমন অবৈজ্ঞানিক মন্তব্য কী করে করেন তিনি? শিক্ষামন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা নিয়েও অনেকে প্রশ্ন তোলেন।

আরও খবর: গরু একমাত্র প্রাণী যারা বাতাস থেকে অক্সিজেন নেয়, ছাড়েও অক্সিজেন!

এ দিন নিজের মন্তব্য থেকে একচুলও না সরে বাসুদেব বলেন, ‘‘গবেষণা সংক্রান্ত ওয়েবসাইটগুলিতেই তথ্যটা পড়েছিলাম। শুধু ওয়েবসাইট নয়, সম্প্রতি একটি বিজ্ঞান পত্রিকাতেও একই তথ্য পেয়েছি।’’ সেই তথ্যের ভিত্তিতেই গরু প্রসঙ্গে মন্তব্যটা করেছিলেন বলে জানিয়ে দিয়ে তিনি বলেন, ‘‘বিজ্ঞানের জার্নাল এবং গবেষণাপত্রই আমার মন্তব্যের মূল ভিত্তি।’’

জীবন বিজ্ঞানের পাঠ্যপুস্তকে অনেক নিচু ক্লাস থেকেই এ প্রসঙ্গে শিক্ষার্থীদের পাঠ দেওয়া হয়— প্রাণীজগত্ শ্বাসকার্যের সময় বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে। এবং কার্বন ডাই অক্সাইড বাতাসে ত্যাগ করে। সেখানে প্রাণী জগতের সদস্য হয়েও গরু কী ভাবে অক্সিজেন গ্রহণ এবং বর্জন করতে পারে? ওই মন্তব্যের পর এক শিক্ষাবিদ তো প্রশ্নই তুলেছেন, শিক্ষামন্ত্রী কোন স্কুলে জীবন বিজ্ঞানের পাঠ নিয়েছেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vasudev Devnani Cow Breathing System
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE