Advertisement
০৪ মে ২০২৪
CPI-ML

বাম নেতার বাড়িতে হামলা, হুমকির অভিযোগ ত্রিপুরায়

লিবারেশনের অভিযোগ, কাল রাতে পার্থের উদয়পুরের বাড়িতে জনা পনেরো দুষ্কৃতী চড়াও হয়।

সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুষ্কৃতীদের এই ছবি। —নিজস্ব চিত্র।

সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে দুষ্কৃতীদের এই ছবি। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা ও আগরতলা শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২০ ০২:১৫
Share: Save:

সিপিআই (এম-এল) লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ কর্মকারের বাড়িতে হামলা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। পুলিশে অভিযোগ দায়ের করেছেন পার্থবাবু নিজেই। দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন লিবারেশনের কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপি অবশ্য ঘটনার সঙ্গে তাদের যোগ অস্বীকার করেছে।

লিবারেশনের অভিযোগ, রবিবার রাতে পার্থবাবুর উদয়পুরের বাড়িতে জনাপনেরো দুষ্কৃতীর দল চড়াও হয়। বাড়িতে বা অন্যত্র ত্রিপুরার শাসক দল বিজেপির বিরুদ্ধে সভা, প্রচার করলে ফল ভাল হবে না বলে শাসানো হয়। এমনকি, প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। পার্থবাবুর প্রতিবেশী কয়েক জনকেও হুমকি দেওয়া হয়। ঘটনার সময়ে পুলিশকে জানানো হলেও তারা ঘটনাস্থলে আসেনি বলে অভিযোগ। পার্থবাবু সোমবার আরকেপুর থানায় অভিযোগ করেছেন। উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরে পুলিশ তদন্ত শুরু করেছে। লিবারেশনের পলিটব্যুরো বৈঠক চলছে পটনায়। সেখান থেকেই বিবৃতি জারি করে তারা বলেছে, বিজেপি-শাসিত ত্রিপুরায় নাগরিক অধিকার বলে আর কিছু নেই। আইনের শাসন, সংবিধান ও গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে গণতন্ত্রপ্রিয় সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে তারা। তবে বিজেপির দাবি, দুষ্কৃতীদের সঙ্গে দলের যোগ নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

CPI-ML
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE