রহস্যজনক অবস্থায় উদ্ধার হল দুই নাবালিকা ছাত্রীর মৃতদেহ। ওড়িশার মালকানগিরি জেলার ঘটনা। এমভি-৪১ নামে একটি জঙ্গল থেকে গত কাল রাতে স্কুলের পোশাক পরা অবস্থায় ওই দুই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। গত বৃহস্পতিবার থেকে ওই দুই নাবালিকার খোঁজ মিলছিল না। তাদের পরিবার জানিয়েছে, একই স্কুলের অষ্টম শ্রেণিতে পড়ত দু’জনে। বৃহস্পতিবার স্কুলে গিয়ে তারা আর ফেরেনি। সে দিন রাতেই নাবালিকাদের বাড়ির লোক পুলিশে নিখোঁজ ডায়েরি করেন। গত কাল রাতে স্থানীয় কিছু গ্রামবাসী একটি গাছ থেকে ওই দুই ছাত্রীর দেহ ঝুলতে দেখেন।
কী ভাবে ওই দুই ছাত্রীর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। তাদের বাড়ির লোকজনের অভিযোগ, খুন করে দুই নাবালিকার দেহ গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারা আত্মহত্যা করে থাকতে পারে বলেও সন্দেহ তদন্তকারী অফিসারদের। তবে তাদের খুন করা হলে কে বা কারা এই ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই নাবালিকাদের উপরে কোনও ধরনের যৌন নির্যাতন করা হয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)