Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জামিনে মুক্ত কানহাইয়া, ফাঁস হয়ে গেল ভিডিওর কারসাজি

জোর ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার। দিল্লি হাইকোর্ট জামিন দিয়ে দিল কানহাইয়া কুমারকে। জেএনইউ ছাত্র সংসদের সভাপতি কানহাইয়াকে ৬ মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে কানহাইয়া কুমারকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ মার্চ ২০১৬ ২০:৪২
Share: Save:

জোর ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার। দিল্লি হাইকোর্ট জামিন দিয়ে দিল কানহাইয়া কুমারকে। জেএনইউ ছাত্র সংসদের সভাপতি কানহাইয়াকে ৬ মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে দিল্লি হাইকোর্ট। দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে কানহাইয়া কুমারকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। জেএনইউ ক্যাম্পাসে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এ দিনও পুলিশ কানহাইয়ার জামিনের তীব্র বিরোধিতা করে। তবে কানহাইয়ার কৌঁসুলিদের পাশে দাঁড়িয়ে দিল্লি সরকারের আইনজীবীও ছাত্রনেতার জামিনের পক্ষেই এ দিন সওয়াল করেন।

আরও পড়ুন- জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই পাকিস্তানের সঙ্গে আলোচনা, বলল ভারত

৯ ফেব্রুয়ারি জেএনইউ ক্যাম্পাসে আফজল গুরুর সমর্থনে কানহাইয়া কুমার স্লোগান দিয়েছিলেন বলে দিল্লি পুলিশের দাবি। দেশদ্রোহের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। কিন্তু কানহাইয়া বারবারই জানান, তিনি আফজল গুরুর সমর্থনে বা দেশের বিরুদ্ধে কোনও স্লোগান দেননি। পুলিশ আদালতকে জানিয়েছিল, কানহাইয়ার দেশবিরোধী স্লোগানের প্রমাণ রয়েছে। বেশ কিছু ভিডিও দিল্লি পুলিশ তুলে ধরে নিজেদের দাবির সমর্থনে। কিন্তু দিল্লির ফরেনসিক ল্যাবে পরীক্ষা করে দেখা গিয়েছে, সেই ভিডিও নকল। ৯ ফেব্রুয়ারির স্লোগানের অডিও-ভিডিও ফিড থেকে অডিও কেটে নিয়ে ১১ ফেব্রুয়ারি কানহাইয়ার স্লোগান দেওয়ার ভিডিওতে সেই অডিও বসিয়ে দেওয়া হয়। ফরেনসিক ল্যাব সে কথাই জানিয়েছে।

কানহাইয়ার কৌঁসুলি কপিল সিব্বল বুধবার আদালতকে বুধবার জানান, ৯ ফেব্রুয়ারি বেশ কয়েকজন জেএনইউ ক্যাম্পাসে মুখ ঢেকে দেশবিরোধী স্লোগান দিচ্ছিল। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, কানহাইয়া কুমার তাদের কাছে আইডেন্টিটি কার্ড দেখতে চাইছেন। শুধু কানহাইয়ার কৌঁসুলিরাই নন, দিল্লি সরকারের কৌঁসুলিও কানহাইয়ার জামিনের পক্ষেই এ দিন সওয়াল করেন। ফলে কানহাইয়ার বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনার প্রসঙ্গে হাইকোর্ট ডিভিশন বেঞ্চের কড়া সমালোচনার মুখে পড়তে হয় পুলিশকে। পুলিশের বিরোধিতায় কান না দিয়ে ছাত্রনেতাকে আদালত এ দিন জামিন দিয়ে দেয়। তবে কানহাইয়াকেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিচারপতিরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE