ব্যবসায়ীকে চমকে-ধমকে থানায় বসেই ২৫ হাজার টাকা ঘুষ নিচ্ছিলেন দিল্লি পুলিশের এক হেড কনস্টেবল। হাতেনাতে ধরা পড়তেই বুকে ব্যথা! বুকে হাত দিয়েই মাটিতে লুটিয়ে পড়লেন সেই হেড কনস্টেবল। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি।
দিল্লি পুলিশের ভিজিল্যান্স দফতর জানিয়েছে, শুক্রবার রাতে উত্তর দিল্লির বুরারি থানায় ঘটনাটি ঘটেছে। বুরারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে অভিযুক্তকে। যাঁর থেকে ঘুষ নিচ্ছিলেন ওই হেড কনস্টেবল, সেই ব্যবসায়ী আগেই থানায় অভিযোগ করেছিলেন তাঁর বিরুদ্ধে। ব্যবসায়ীর অভিযোগ, তাঁর বাড়ির ছাদে একটি মোবাইল টাওয়ার বসানো রয়েছে। হেড কনস্টেবল তাঁকে হুমকি দিয়েছিলেন, ৭৫ হাজার টাকা না দিলে সেই টাওয়ার খুলিয়ে দেবেন তিনি। এর পরেই ওই ব্যবসায়ী থানায় অভিযোগ দায়ের করেন। সেইমতো ভিজিল্যান্স দফতর ফাঁদ পাতে।
পুলিশ জানিয়েছে, ব্যবসায়ীর থেকে ২৫ হাজার টাকা করে তিন দফায় টাকা চেয়েছিলেন হেড কনস্টেবল। সেইমতো ব্যবসায়ী প্রথম দফার টাকা হাতে তুলে দিতেই ভিজিল্যান্স দফতরের আধিকারিকেরা হাতেনাতে ধরে ফেলেন তাঁকে। এর পরেই হেড কনস্টেবল দাবি করেন, তাঁর বুকে ব্যথা করছে। অসুস্থও হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ জানিয়েছে, হাসপাতাল থেকে ছাড়া পেলেই অভিযুক্তকে গ্রেফতার করা হবে।