হু হু করে কমছে তাপমাত্রা। তাহলে কি এ বার শূন্য ডিগ্রিতে নেমে যাবে দিল্লির পারদ? জল্পনা তেমনই। কারণ মঙ্গলবার দিল্লির সফদরজং এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩.৬ ডিগ্রি সেলসিয়াস। দিল্লির হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সেই তাপমাত্রা কমতে পারে আরও ২ ডিগ্রির বেশি। ফলে এমনটা হতেই পারে, দিল্লির তাপমাত্রা পৌঁছে গেল ০ ডিগ্রিতে।
সোমবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৬ ডিগ্রি। ২৪ ঘণ্টায় সেই তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিম হিমালয় ও পাদদেশীয় অঞ্চলে প্রায় সর্বত্রই বরফ পড়েছে। এর মধ্যে রয়েছে জম্মু-কাশ্মীরের বেশ কিছু এলাকা, হিমাচল প্রদেশের শিমলা, মানালী, ডালহৌসি। উত্তরাখণ্ডেও বরফ পড়ার খবর পাওয়া গিয়েছে। বেশ কিছু এলাকায় চলছে শৌত্যপ্রবাহ।