Advertisement
০৭ মে ২০২৪
MNREGA

কাজের চাহিদা বৃদ্ধি, তাই নয়া ‘অভিযান’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সকালে বিহারের খগড়িয়া থেকে ‘গরিব কল্যাণ রোজগার অভিযান’ চালু করবেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

প্রেমাংশু চৌধুরী
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ জুন ২০২০ ০৪:৫৬
Share: Save:

পশ্চিমবঙ্গে মনরেগায় ১০০ দিনের কাজের চাহিদা ২০০ শতাংশ বেড়েছে। উত্তরপ্রদেশে বেড়েছে ৩০০ শতাংশ, ওড়িশায় ১০০ শতাংশ ও বিহারে প্রায় ৬৪ শতাংশ। লকডাউনের জেরে পরিযায়ী শ্রমিকেরা গ্রামে ফেরায় কাজের চাহিদা বেড়েছে এতটা। এক বছর আগে মনরেগায় দিনে গড়ে যত জন কাজ চাইছিলেন, এখন তার দ্বিগুণ লোক কাজ চাইছেন। কিন্তু চাহিদা অনুযায়ী কাজ দেওয়া যাচ্ছে না। শুধু মনরেগা দিয়ে কাজের অভাব মেটানো যাবে না বলেই এখন বাধ্য হয়ে ‘গরিব কল্যাণ রোজগার অভিযান’ শুরু করতে হচ্ছে বলে সরকারি সূত্রের খবর।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার সকালে বিহারের খগড়িয়া থেকে ‘গরিব কল্যাণ রোজগার অভিযান’ চালু করবেন। গ্রামে ফেরা পরিযায়ী শ্রমিকদের হাতে কাজের জোগান দিতে গ্রামোন্নয়নের সঙ্গে জড়িত বিভিন্ন প্রকল্পে গোটা বছরের জন্য যে বাজেট বরাদ্দ ছিল, তা আগামী চার মাসেই খরচ করে ফেলা হবে। যে সব জেলায় সব থেকে বেশি সংখ্যায় পরিযায়ী শ্রমিকেরা ফিরেছেন, এমন আধ ডজন রাজ্যের ১১৬টি জেলাকে চিহ্নিত করা হয়েছে।

প্রথমে মোদী সরকার দাবি করেছিল, একশো দিনের কাজে অর্থ বরাদ্দ বাড়িয়ে দেওয়া হচ্ছে। এতেই গ্রামে ফেরা পরিযায়ী শ্রমিকদের পেট চালানোর বন্দোবস্ত করা যাবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সবাইকে কাজ দিতে গেলে মনরেগায় এখন যা বরাদ্দ, তার প্রায় তিন গুণ অর্থ লাগবে।

লকডাউনের পরে পরিযায়ী শ্রমিকদের সুরাহা দিতে মোদী সরকার মনরেগায় ৪০ হাজার কোটি টাকা বাড়তি অর্থ বরাদ্দ করেছিল। মনরেগায় বরাদ্দ রেকর্ড ভেঙে ১ লক্ষ কোটি টাকা ছাপিয়ে গিয়েছে। কিন্তু পরিযায়ী শ্রমিকেরা গ্রামে ফেরার সঙ্গে সঙ্গেই কাজের চাহিদা বেড়েছে লাফিয়ে। এপ্রিল মাসের গোড়ায় প্রায় ১৩.৯৭ পরিবারের কাছে জব কার্ড ছিল। তার মধ্যে চালু জব কার্ড ছিল ৭.৬ কোটি। ১ কোটির বেশি পরিযায়ী শ্রমিক গ্রামে ফিরেছেন। তাঁদেরও জব কার্ড দিতে হচ্ছে। ১৫ জুন পর্যন্ত হিসেব, জব কার্ডের সংখ্যা ১৪.০৫ কোটিতে পৌঁছে গিয়েছে। এর মধ্যে চালু জব কার্ড ৮.০৪ কোটি। গ্রামোন্নয়ন মন্ত্রকের হিসেব, সবাইকে গড়ে ২০০ টাকার দৈনিক মজুরিতে ১০০ দিন কাজ দিতে হলে ২.৮ লক্ষ কোটি টাকা দরকার। বরাদ্দের প্রায় তিন গুণ।

২০১৯-এর জুনে রোজ গড়ে ১.৮২ কোটি লোক মনরেগায় কাজ চাইতেন। এ বছরের জুনে তা ৩.৫ কোটিতে পৌঁছেছে। করোনা-সঙ্কটের আগে গড়ে দৈনিক ১ কোটি মানুষ কাজ চাইছিলেন। মে মাসের মাঝামাঝি তা ২.১ কোটিতে পৌঁছয়। ১৫ জুন পর্যন্ত হিসেবে তা ৩.২ কোটিতে পৌঁছেছে। কিন্তু চাহিদা অনুযায়ী কাজ দেওয়া যাচ্ছে না। ৭ জুন পর্যন্ত হিসেব হল, দৈনিক গড়ে মাত্র ৮৬ লক্ষ লোককে কাজ দেওয়া গিয়েছে। মে মাসে ৩.৪৪ কোটি লোক কাজ চেয়েছিলেন। কিন্তু ২.৯৭ কোটি লোক কাজ পেয়েছেন। বাধ্য হয়েই অন্য পথ খুঁজতে হয়েছে মোদী সরকারকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MNREGA Garib Kalyan Rojgar Abhiyan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE