Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বৃষ্টি কমলো ঝাড়খণ্ডেও

নিম্নচাপের প্রভাব কমায় বৃষ্টি কমেছে ঝাড়খণ্ডে। জলাধারগুলি থেকে জল ছাড়ার পরিমাণও কমানো হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, আজ গালুডি থেকে জল ছাড়া হয়েছে ৫ হাজার ৩৪৮ ঘনমিটার। চাণ্ডিল থেকে ১ হাজার ২০২ ঘনমিটার। রবিবার দু’টি জলাধারেই ১২টি করে লকগেট খোলা হয়েছিল।

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৪১
Share: Save:

নিম্নচাপের প্রভাব কমায় বৃষ্টি কমেছে ঝাড়খণ্ডে। জলাধারগুলি থেকে জল ছাড়ার পরিমাণও কমানো হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, আজ গালুডি থেকে জল ছাড়া হয়েছে ৫ হাজার ৩৪৮ ঘনমিটার। চাণ্ডিল থেকে ১ হাজার ২০২ ঘনমিটার। রবিবার দু’টি জলাধারেই ১২টি করে লকগেট খোলা হয়েছিল। এ দিন খোলা হয় ৮টি করে লকগেট। ডিভিসি জানিয়েছে, মাইথন ও পাঞ্চেৎ জলাধার থেকেও জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে। রাঁচি আবহাওয়া দফতরের অধিকর্তা বি কে মণ্ডল জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি চলবে। উত্তর ও পূর্ব ঝাড়খণ্ডের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rain Jharkhand
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE