Advertisement
E-Paper

বাংলার রাজীব কুমারের পর ঝাড়খণ্ডের অনুরাগ গুপ্ত, ভোটের আগে কমিশনের ‘কোপে’ পুলিশের ডিজি

ঘটনাচক্রে, লোকসভা ভোটের আগে গত মার্চে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমারকে একই ভাবে সরিয়ে দিয়েছিল কমিশন। তবে ভোটপর্ব মিটতেই জুলাইয়ে তাঁকে ডিজি পদে ফিরিয়ে এনেছিল রাজ্য সরকার।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৪ ১৭:৩৮
(বাঁ দিকে) রাজীব কুমার।  অনুরাগ গুপ্ত (ডান দিকে)।

(বাঁ দিকে) রাজীব কুমার। অনুরাগ গুপ্ত (ডান দিকে)। —ফাইল চিত্র।

পশ্চিমবঙ্গের পরে এ বার ঝাড়খণ্ড। ভোটের আগে আবার বিরোধী শাসিত রাজ্যের পুলিশের ডিজিকে দায়িত্ব থেকে সরানোর দৃষ্টান্ত তৈরি করল নির্বাচন কমিশন। শনিবার কমিশনের তরফে ঝাড়খণ্ড পুলিশের কার্যনির্বাহী ডিজি অনুরাগ গুপ্তকে অবিলম্বে দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাচক্রে, লোকসভা ভোটের আগে গত মার্চে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমারকে একই ভাবে সরিয়ে দিয়েছিল কমিশন। তবে ভোটপর্ব মিটতেই জুলাইয়ে তাঁকে ডিজি পদে ফিরিয়ে এনেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পশ্চিমবঙ্গের মতোই ঝাড়খণ্ডের ক্ষমতায় রয়েছে বিজেপি বিরোধীরা। কার্যনির্বাহী ডিজি অনুরাগ ক্ষমতাসীন জেএমএম-কংগ্রেস-আরজেডি জোটের ‘ঘনিষ্ঠ’ বলে অভিযোগ করেছিল সে রাজ্যের বিরোধী দল বিজেপি।

সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে, এর আগে নির্বাচনে অনুরাগের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টতার অভিযোগ উঠেছিল। সম্ভবত, সে কারণেই এই পদক্ষেপ। ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় প্রথম দফায় ৪৩টি আসনে ভোট হবে আগামী ১৩ নভেম্বর। দ্বিতীয় দফায় ৩৮টি আসনে ২০ নভেম্বর। গণনা আগামী ২৩ নভেম্বর মহারাষ্ট্র বিধানসভার সঙ্গেই। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নেতৃত্বাধীন ‘মহাগঠবন্ধন’-এর সঙ্গে মূল লড়াই বিজেপি-আজসু-জেডিইউ-এলজেপি (রামবিলাস)-র জোটের।

Jharkhand Assembly Election 2024 Jharkhand Director General police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy