প্রকাশ্যে ধূমপান বন্ধ করার জন্য বেশ কয়েক বছর আগেই আইন পাশ হয়েছিল। কিন্তু প্রকাশ্যে ধূমপান বন্ধ করা যায়নি। আগামী লোকসভা নির্বাচনে দেশের সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে তামাক ও তামাকজাত দ্রব্য সেবন নিষিদ্ধ ঘোষণা করল নির্বাচন কমিশন। প্রকাশ্যে ধূমপান নিয়ন্ত্রণ আইনকে কার্যকর করতেই নির্বাচন কমিশনের এই পদক্ষেপ।
সম্প্রতি দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জেলা প্রশাসনকে এই মর্মে নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সেখানে পরিষ্কার ভাবে বলা হয়েছে, কেবল মাত্র বিড়ি বা সিগারেট নয়, সমস্ত ধরনের তামাকজাত পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
নির্দেশিকায় বলা হয়েছে, ‘দেশের সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রকে তামাক মুক্ত ঘোষণা করতে হবে। বিড়ি, সিগারেট, গুটখা-সহ তামাকজাত চিবিয়ে খাওয়ার সব ধরনের জিনিসকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’