বিয়ের আগেই পালাল হবু বর! কারণ শুনলে অবাক হবেন, দামি পোশাক।
গাজিয়াবাদের বাসিন্দা বছর চব্বিশের বিপিন কুমার। নয়ডায় একটি বিদেশি ব্যাঙ্কে ট্রাভেল সুপারভাইজারের কাজ করেন। আগামী ১৯ জুন তাঁর বিয়ের কথা। সেই অনুযায়ী জোরকদমে তোড়জোড় শুরু হয়। কিন্তু, হঠাত্ই বেঁকে বসে পাত্র। কারণ? ফিল্মি হিরোদের মতো তাঁর চাই নামী ব্র্যান্ডের লক্ষাধিক টাকার পোশাক! কিন্তু, অত দামি পোশাক কিনে দিতে রাজি হননি তাঁর পরিবারের লোকজন। বিপিনের দাদা বরুণ কুমার জানান, বিয়ের জন্য লাখ টাকার পোশাক কিনে দিতে বলেছিল ভাই। কিন্তু তাঁরা তা দিতে পারেননি। ভাইকে অনেক ‘বোঝানো’র চেষ্টা করা হয়। শেষে ৪০ হাজার টাকা দিতে রাজি হন তাঁরা। কিন্তু, তাতে রাজি না হয়ে পালিয়েই যান বিপিন।
আরও পড়ুন- কার্টুন দেখে চাপ কাটান জয়েন্ট অ্যাডভান্স-এর ফার্স্ট বয়
পুলিশ জানিয়েছে, দামি পোশাক কেনার জন্য দিল্লির চাঁদনি চকে যাওয়ার কথা বাড়িতে জানিয়েছিলেন ওই যুবক। গত ২ জুন একটি ট্যাক্সি করে কেনাকাটা করার নামে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। তার পরেই পরিবারের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন। বাড়িতে না ফেরায় চিন্তা বাড়ে পরিবারের। অনেক চেষ্টা করেও বিপিনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে শেষে পুলিশে বিষয়টি জানানো হয়। অবশেষে কলকাতা থেকে তাঁকে খুঁজে বার করে গাজিয়াবাদ থানার পুলিশ। ফিরিয়ে নিয়ে আনা হয় বাড়িতে। এর পরেও বিপিন বিয়ের পিঁড়িতে বসবেন কি না তা তাঁর উপরেই ছেড়ে দিয়েছেন বাড়ির সকলে। দাদা বরুণ জানিয়েছেন, ভাই ফিরে এসেছে এটাই অনেক! এর পর ও যা বলবে তাই হবে।