স্থূলকায় চেহারার জন্য বন্ধুরা তাঁকে ‘মোটা’ বলে খেপাত। বন্ধুদের বিরুদ্ধে বেশ কিছু দিন ধরেই চাপা ক্ষোভ হয়েছিল উত্তরপ্রদেশের গোরক্ষপুরের যুবকের। গত ২ মে বিষয়টি চরমে ওঠে। তার পর বন্ধুদের ২০ কিলোমিটার ধাওয়া করে গুলি করার অভিযোগ উঠল ওই যুবকের বিরুদ্ধে।
অভিযুক্ত যুবকের নাম অর্জুন চৌহান। একটি অনুষ্ঠান বাড়িতে কাকার সঙ্গে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁর দুই বন্ধু অনিল এবং শুভমও হাজির ছিলেন। অনুষ্ঠান বাড়িতেই অর্জুনকে তাঁর দুই বন্ধু সকলের সামনে ‘মোটা’ বলে খেপাতে শুরু করেন বলে অভিযোগ। পুলিশকে অর্জুন বলেন, ‘‘খেতে বসেছিলাম। তখন সকলের সামনে ওরা আমার চেহারা নিয়ে কটাক্ষ করছিল। আমার খুব রাগ হয়েছিল। তখন কিছু বলিনি। ওদের কথা শুনে বাকিরাও হাসাহাসি করছিল।’’
বন্ধুদের এই ‘অপমান’ মেনে নিতে পারেননি অর্জুন। গোটা ঘটনাটি তাঁর আর এক বন্ধু আসিফকে জানান। তার পর তাঁরা দু’জনে মিলে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। শুক্রবার অনিল এবং শুভম বাইকে করে যাচ্ছিলেন। সেই সময় তাঁদের ধাওয়া করেন অর্জুন এবং আসিফ। ২০ কিলোমিটার ধাওয়া করে শুভমদের বাইক দাঁড় করান অর্জুনেরা। অভিযোগ, তার পরই শুভম এবং অনিলকে গুলি করা হয়। অর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ। আসিফের খোঁজ চলছে।