Advertisement
২৩ এপ্রিল ২০২৪
National News

তথ্যপ্রযুক্তিতে ব্যাপক হারে কর্মী ছাঁটাই হবে না, জানাল কেন্দ্র

দেশের তথ্যপ্রযুক্তি শিল্পক্ষেত্রে কোনও বড় ধরনের কর্মী ছাঁটাই হচ্ছে না। কর্মীদের দক্ষতা মূল্যায়নের পর কিছু ক্ষেত্রে বড়জোর কোনও কোনও কর্মীর সঙ্গে আর নতুন করে কন্ট্রাক্ট নাও করা হতে পারে। কিন্তু একেবারে ঢেলে কর্মী ছাঁটাইয়ের কোনও সম্ভাবনাই নেই দেশের তথ্যপ্রযুক্তি শিল্পক্ষেত্রে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ মে ২০১৭ ১৬:২৪
Share: Save:

দেশের তথ্যপ্রযুক্তি শিল্পক্ষেত্রে কোনও বড় ধরনের কর্মী ছাঁটাই হচ্ছে না। কর্মীদের দক্ষতা মূল্যায়নের পর কিছু ক্ষেত্রে বড়জোর কোনও কোনও কর্মীর সঙ্গে আর নতুন করে কন্ট্রাক্ট নাও করা হতে পারে। কিন্তু একেবারে ঢেলে কর্মী ছাঁটাইয়ের কোনও সম্ভাবনাই নেই দেশের তথ্যপ্রযুক্তি শিল্পক্ষেত্রে।

মঙ্গলবার এই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সচিব অরুণা সুন্দররাজন। বলেছেন, ‘‘যাঁরা ব্যাপক হারে কর্মী ছাঁটাই করছেন বলে রটেছে, দেশের সেই তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির শীর্ষ কর্তারা আমাকে জানিয়েছেন, এ বছর ঢালাও কর্মী ছাঁটাইয়ের কোনও চিন্তাভাবনা তাঁদের নেই। প্রতি বছরের মতো এ বারও তাঁরা কর্মীদের দক্ষতা মূল্যায়ন (অ্যাপ্রেইজাল রিপোর্ট) করছেন। সেই মূল্যায়নের ভিত্তিতে কোনও কোনও কর্মীর সঙ্গে তাঁরা আর নতুন করে কন্ট্রাক্ট নাও করতে পারতেন। বা কোনও কোনও কর্মীর কাজের দফতর বদলাতে পারেন বা তাঁদের দায়িত্ব কিছুটা বাড়াতে, কমাতে পারেন। তথ্যপ্রযুক্তি শিল্পক্ষেত্রে নিত্যনতুন উদ্ভাবনের জন্যই সেটা জরুরি হয়ে পড়েছে। কিন্তু ওই সব সংস্থায় ঢালাও কর্মী ছাঁটাইয়ের খবর আদৌ ঠিক নয়।’’

কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর, দেশের তথ্যপ্রযুক্তি শিল্পের স্বাস্থ্য বেশ ভাল। তার বৃদ্ধির হার ৮ থেকে ৯ শতাংশ। আর হঠাৎ করে সেই বৃদ্ধির হারে টান পড়বে, এমন সম্ভবানাও তেমন একটা নেই।

কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সচিবের বক্তব্য, ‘‘গত আড়াই বছরে দেশের তথ্যপ্রযুক্তি শিল্পে প্রায় ৫ লক্ষ কর্মীর কর্মসংস্থান হয়েছে। তাই খুব হতাশ হয়ে পড়ার কোনও কারণ নেই।’’

দেশের তথ্যপ্রযুক্তি শিল্পক্ষেত্রে ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা দেখা দেয় আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও নিউজিল্যান্ডে চালু ভিসা আইনের পরিবর্তন বা সেই আইন বদলানোর ভাবনাচিন্তা শুরু হওয়ায়। ভারতের শীর্ষ স্থানীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির ব্যবসার ৬০ শতাংশই নির্ভরশীল আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো আন্তর্জাতিক বাজার। সেই ব্যবসাটা এত দিন ভারতের তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি করত ওই সব দেশের চালু বা সদ্য বাতিল হয়ে যাওয়া ভিসা আইনের দৌলতে। নতুন আইনে সেই সুযোগসুবিধাগুলির কাটছাঁট করা হয়েছে বা তার ভাবনাচিন্তা শুরু হয়েছে বলেই দেশের তথ্যপ্রযুক্তি শিল্পক্ষেত্রের কর্মীদের উদ্বেগ বেড়ে যায়। গত কয়েক সপ্তাহ ধরে এমন খবর আসতে থাকে যে উইপ্রো, ইনফোসিস, টেক মাহিন্দ্রা আর কগনিজ্যান্টের মতো তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে কর্মী ছাঁটাই হচ্ছে ব্যাপক হারে।
আরও পড়ুন- তথ্যপ্রযুক্তিতে ছাঁটাই বছরে ২ লাখ, ইঙ্গিত সমীক্ষায়

তবে শনিবারই ‘ন্যাসকম’ জানায়, ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের কোনও সম্ভাবনাই নেই দেশের তথ্যপ্রযুক্তি শিল্পক্ষেত্রে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IT Indian IT Industry Infosys
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE