Advertisement
২৬ এপ্রিল ২০২৪
NGO

বিদেশি দানে কড়াকড়ি

নয়া আইনে বলা হয়েছে, স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের আধার নম্বর জানানো বাধ্যতামূলক।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২০ ০৪:০৯
Share: Save:

বিদেশি অনুদান নেওয়া স্বেচ্ছাসেবী সংস্থা তথা এনজিও-র জন্য নিয়ম আরও কঠোর করল সরকার। বুধবার এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, বিদেশি সাহায্য নিতে চাইলে সংস্থাগুলিকে ভারতে অন্তত তিন বছর কাজ এবং সেবার কাজে এ দেশে অন্তত ১৫ লক্ষ টাকা খরচ করে থাকতে হবে। বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ)-এ নাম নথিভুক্ত করতে হলে সংস্থাকে দাতার লিখিত প্রতিশ্রুতিপত্র জমা দিতে হবে। কী কাজে অর্থ দেওয়া হচ্ছে, তারও উল্লেখ থাকতে হবে তাতে। এফসিআরএ সংশোধিত হয়েছে দু’মাস আগে। নয়া আইনে বলা হয়েছে, স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীদের আধার নম্বর জানানো বাধ্যতামূলক। অফিস চালাতে তহবিলের ২০%-এর বেশি খরচ করা যাবে না। ভোটপ্রার্থী, রাজনৈতিক দল, আইনসভার সদস্য ও সরকারি চাকুরেরা বিদেশি অনুদান নিতে পারবেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NGO Donation Money Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE