জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ারে জঙ্গিদের ধরতে অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, ডাল এলাকায় এখনও চলছে গুলির লড়াই। সেনার হোয়াইট নাইট কোর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে জানিয়েছে, বিশেষ সূত্রে খবর পেয়ে কিস্তওয়ারে রবিবার সকালে তল্লাশি শুরু করে সেনা। তখনই বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুটে আসে। পাল্টা গুলি চালান জওয়ানেরাও।
১ অগস্ট থেকে জঙ্গিদের ধরতে কাশ্মীরের কুলগাঁও জেলার অখল জঙ্গলে অভিযান চলছে সেনা। অভিযানের নাম ‘অপারেশন অখাল’। শনিবারই সেই অভিযান চলার সময়ে কুলগাঁও এলাকায় জঙ্গিদের গুলিতে মারা গিয়েছেন দু’জন জওয়ান। তাঁরা হলেন ল্যান্স নায়েক প্রীতপাল সিংহ, সেপয় হরমিন্দর সিংহ।
অভিযানের প্রথম দিনেই তিন জঙ্গিকে নিকেশ করেছিল নিরাপত্তাবাহিনী। পরে গত আট দিনে আরও বেশ কয়েক জন জঙ্গিকে শেষ করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী এবং সিআরপিএফের যৌথ বাহিনী। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত ১০ জন জওয়ান আহত হয়েছেন বলে খবর।
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছিল, অখল জঙ্গলে ঘাঁটি করেছে জঙ্গিরা। তার পরেই শুরু হয় অভিযান। ওই ঘন জঙ্গলে ছড়িয়েছিটিয়ে রয়েছে কয়েকটি গুহা। সেনাবাহিনীর অনুমান, ওই গুহার মধ্যেই লুকিয়ে রয়েছে জঙ্গিরা। কোথায় কোথায় তারা রয়েছে, তার খোঁজে ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করছে সেনাবাহিনী।
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গিদের হামলায় প্রাণ হারান ২৬ জন। তিন মাস পরে ওই ঘটনায় জড়িত তিন জন জঙ্গি নিহত হয়েছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ‘অপারেশন মহাদেব’-এ। তার কিছু দিনের মধ্যেই পহেলগাঁওয়ে শুরু হয়েছে সেনার আরও একটি অভিযান।