Advertisement
E-Paper

শুল্ক আধিকারিকের ফার্ম হাউসেই মাদকের আসর! গ্রেফতার ১৫০

কেন্দ্রীয় শুল্ক বিভাগের ইনস্পেক্টর পদমর্যাদার এক অফিসারের গেস্ট হাউসে সন্ধ্যা নামলেই প্রতি দিন এমন নেশার আসর বসত নিয়মিত। খবর মিলছিল নানা সূত্রে। অবশেষে মধ্যরাতে হানা দিয়ে সেই মাদক চক্রের পর্দাফাঁস করল পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৮ ১৬:২৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মদ-গাঁজা তো রয়েছেই। হেরোইন, চরস, হুক্কা, ইয়াবার মতো দেশি-বিদেশি মাদক। টেবিলে, টেবিলে ছড়িয়ে-ছিটিয়ে প্রচুর নেশার সামগ্রী। সবাই মাদকের নেশায় বুঁদ।

হরিয়ানার সোনিপত জেলার রাই এলাকায় একটি রেভ পার্টিতে হানা দিয়ে এমন দৃশ্য দেখে কার্যত চক্ষু চড়কগাছ পুলিশের। গ্রেফতার অন্তত দেড়শো জন যুবক-যুবতী। বাজেয়াপ্ত প্রচুর মাদক দ্রব্য। সেই রেভ পার্টি আবার চলত এক শুল্ক আধিকারিকের গেস্ট হাউসেই।

কেন্দ্রীয় শুল্ক বিভাগের ইনস্পেক্টর পদমর্যাদার এক অফিসারের গেস্ট হাউসে সন্ধ্যা নামলেই প্রতি দিন এমন নেশার আসর বসত নিয়মিত। খবর মিলছিল নানা সূত্রে। অবশেষে মধ্যরাতে হানা দিয়ে সেই মাদক চক্রের পর্দাফাঁস করল পুলিশ। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত একটা নাগাদ মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের গঠিত ফ্লাইং স্কোয়াড গোপনে অভিযান চালায়। সঙ্গে ছিল স্থানীয় থানার পুলিশ।

আরও পড়ুন: সিবিআইয়ের নজরে চার ইনস্পেক্টরও

আরও পডু়ন: বেহালায় বাড়ির সামনে ‘টাইম বোমা’, আতঙ্ক এলাকায়

অভিযানের নেতৃত্বে থাকা এক অফিসার জানিয়েছেন, ধৃতদের অধিকাংশই যুবক-যুবতী। তাঁদের মধ্যে ৭-৮ জন বিদেশি নাগরিকও রয়েছেন। প্রায় সবাই ছিলেন নেশাগ্রস্ত। সবার শারীরিক পরীক্ষা করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ওই শুল্ক আধিকারিক নিজেই মাদক চক্র চালাতেন, নাকি গেস্ট হাউসটি ভাড়া নিয়ে রেভ পার্টি চালানো হত, সে বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ।

দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।

Rave Party Hariana Arrest Drug
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy