চাপের মুখে নতিস্বীকার করে হাথরস-কাণ্ডে সিবিআই তদন্তের সুপারিশ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করা নিয়ে দিন ভর রাজনৈতিক টানাপড়েন চলেছে। দিল্লি-উত্তরপ্রদেশ সীমানায় পুলিশের সঙ্গে সংঘর্ষও বাধে কংগ্রেসের। যার পর রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী বঢরা এবং তিন কংগ্রেস সাংসদকে নির্যাতিতার পরিবারের সঙ্গে অনুমতি দিতে বাধ্য হয় উত্তরপ্রদেশ সরকার। শনিবার রাতে তাঁরা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে বেরিয়ে আসার ঠিক পরেই সিবিআই তদন্তের ঘোষণা হয়।
এ দিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতরের টুইটার হ্যান্ডলে লেখা হয়, ‘‘ গোটা হাথরস-কাণ্ড খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।’’
এর পরে, নিজের টুইটার হ্যান্ডলে যোগী আদিত্যনাথ লেখেন, ‘‘হাথরসের দুর্ভাগ্যজনক ঘটনার সমস্ত বিন্দুগুলিকে সাজিয়ে যাতে আকার দেওয়া যায়, তার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)-এর হাতে তদন্তভার তুলে দেওয়ার সুপারিশ করছে উত্তরপ্রদেশ সরকার। এই ঘটনার সঙ্গে যুক্ত সকল দোষীকে কঠোরতম শাস্তি দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।’