Have a look at Mukesh Ambani's son Akash Ambani and Shloka Mehta's wedding preparation dgtl
akash amabni
শনিবার বিয়ে অম্বানী পুত্রের, দেখে নিন কী কী হতে চলেছে
আগামী ৯ মার্চ সাতপাকে বাঁধা পড়বেন মুকেশ ও নীতা অম্বানীর বড় ছেলে আকাশ। এই মেগা ওয়েডিংয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে গত শুক্রবার থেকে। বহু দিনের বান্ধবী শ্লোক মেহতার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন আকাশ অম্বানী।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ১০:৩৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৬
আগামী ৯ মার্চ সাতপাকে বাঁধা পড়বেন মুকেশ ও নীতা অম্বানীর বড় ছেলে আকাশ। এই মেগা ওয়েডিংয়ের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে গত শুক্রবার থেকে। বহু দিনের বান্ধবী শ্লোক মেহতার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন আকাশ অম্বানী।
০২১৬
সুইজারল্যান্ডে ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ড’ প্রি-ওয়েডিং কাটিয়ে এসেছেন ব্রাউন ইউনিভার্সিটির এই দুই পড়ুয়া।
০৩১৬
হ্যারি পটার থিমের পার্টিও করা হয়েছে মুম্বইয়ের প্রি ওয়েডিংয়ে। হগওয়ার্টের হলের ধাঁচে সাজানো হয়েছিল প্রি-ওয়েডিং অনুষ্ঠানের হল। ডিনার টেবিলও ছিল তেমনই।
০৪১৬
সুইজারল্যান্ডের পর প্রি ওয়েডিং অনুষ্ঠান হয়েছে মুম্বইতেও। অনুষ্ঠানে পারফর্ম করেন গুরু রণধাওয়া। উপস্থিত ছিলেন অনুষ্কা শর্মা-সহ আরও সেলেব্রিটিরা।
০৫১৬
বিয়ের পর আকাশের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে দেখা গিয়েছে ঈশা অম্বানীকে। সাদা রঙের লং কোটে ঈশাকে লাগছিল চমৎকার।
০৬১৬
গত মার্চেই শ্লোককে বিয়ের প্রস্তাব দেন আকাশ। #AkuStoleTheShlo এই হ্যাশট্যাগেই অনুষ্ঠানের ভিডিয়ো শেয়ার হয়।
০৭১৬
অনন্ত অম্বানীর বিশেষ বান্ধবী রাধিকা মার্চেন্টকেও দেখা গিয়েছে অনুষ্ঠানে। কোল্ড প্লে-র ক্রিস মার্টিনকে অম্বানী আমন্ত্রণ জানিয়েছিলেন। সঙ্গে ছিল বিখ্যাত ব্যান্ড ‘দ্য চেনস্মোকার’-ও।
০৮১৬
দেখা গিয়েছে ঈশা ও রাধিকা-সহ আরও অনেককে নাচতে। পাশে ছিলেন আনন্দও। তিনি ঈশার দিক থেকে নাকি চোখ ফেরাতেই পারছিলেন না।
০৯১৬
ঈশা বলেন, তাঁর যমজ ভাই আকাশের মনটাও নামের মতোই। ঈশার জন্যই বিয়ের তারিখ পিছিয়েছিলেন আকাশ। আগে এনগেজমেন্ট হলেও বোনের বিয়ের পরেই বিয়ে করার সিদ্ধান্ত নেন আকাশ। যমজ ভাইয়ের বিয়ের দিন কী পোশাক পরতে চলেছেন ঈশা, তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
১০১৬
শ্লোককে পরিবারে স্বাগত জানাতে ঈশা গুজরাতি গান গেয়েছেন। তাঁকে সাহায্য করেছেন নীতা অম্বানীও। সেই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
১১১৬
ঈশা বলেন, শ্লোকের বোন দিয়াও একই স্কুলে পড়েছেন। ২৫ বছর ধরে তাঁরা প্রিয় বন্ধু। পরবর্তীতে স্কুল বদলে শ্লোকের সঙ্গেও পড়েছেন তিনি। অতএব, শ্লোক আগে থেকেই তাঁর পরিবারের সদস্য, জানিয়েছেন ঈশা।
১২১৬
আগামী ৭ মার্চ ওয়ার্লিতে হবে মালা-মেহেন্দির অনুষ্ঠান। গ্র্যামি জয়ী ব্যান্ড ‘মেরুন ৫’-এর পারফরম্যান্স থাকার কথাও শোনা গিয়েছে ওই দিন।
১৩১৬
আনন্দ ও শ্লোকের বিয়ে হবে মুম্বইয়ে, বান্দ্রা কুর্লা কমপ্লেক্সের জিয়ো ওয়ার্ল্ড সেন্টারে। বিয়ে ঘিরেও চলবে তিন দিনের অনুষ্ঠান। প্রত্যাশিত, তারকার মেলা বসবে এ বারেও।
১৪১৬
১১ তারিখ হবে আকাশ-শ্লোকের রিসেপশন। মঙ্গল পর্বের অনুষ্ঠান যদিও বিয়ের দিনই হবে।
১৫১৬
সোমবার মহাশিবরাত্রির পুজোও করেছেন অম্বানী পরিবার।
১৬১৬
চলতি বছরে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে না। সেই অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ দেওয়া হবে পুলওয়ামায় নিহত সেনাদের পরিবারকে। এমন পরিস্থিতিতে অম্বানীদের চেনা জাঁকজমকের চাকচিক্য ঘিরে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। যদিও অম্বানীদের তরফে ঘোষণা করা হয়েছে, নিহত জওয়ানদের সন্তানদের পড়াশোনা ও জীবিকার দায়িত্ব নেবে রিলায়্যান্স ফাউন্ডেশন।