পূর্ব লাদাখের পরিস্থিতির প্রেক্ষিতে চিনের সঙ্গে ৯০০ কোটি টাকার চুক্তি বাতিল করল ‘হিরো সাইকেল্স’।
হিরো সাইকেল্স-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পঙ্কজ মুঞ্জল এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, আগামী তিন মাসে চিনের সঙ্গে ৯০০ কোটি টাকার বাণিজ্য চুক্তি ছিল হিরো সাইকেল্সের। তা বাতিল করা হচ্ছে।
পূর্ব লাদাখের ভারত-চিন সীমান্তে উত্তেজনা সৃষ্টির পর ‘চিনকে বয়কট’ আন্দোলন দানা বেঁধেছে দেশজুড়ে। বিভিন্ন চিনা পণ্য বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যেই। ভারতে ইতিমধ্যেই নিষিদ্ধ করা হয়েছে টিকটক-সহ ৫৯টি চিনা সোশ্যাল মিডিয়া অ্যাপ। ওই অ্যাপগুলির বিরুদ্ধে গ্রাহকদের ব্যক্তিগত তথ্যাদির উপর গোপন নজরদারির অভিযোগ রয়েছে।