কোনও একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলেন। সবার আগে যে প্রশ্নটি মাথায় আসে তা হল, কী ভাবে অল্প দিনে দ্বিগুণ হবে বিনিয়োগ করা অর্থ? ঝাঁ চকচকে বিজ্ঞাপনের ধাঁধায় বিভ্রান্ত না হয়ে শিখে নিন সহজ নিয়ম।
পিপিএফ থেকে শুরু করে মিউচ্যুয়াল ফান্ড, চক্রবৃদ্ধির সুদের সূত্রে ফেলেই নিমেষে বের করে ফেলতে পারবেন ঠিক কত দিনে দ্বিগুণ হবে আপনার বিনিয়োগ। বিশেষজ্ঞদের কাছে বিনিয়োগ দ্বিগুণ হওয়ার সূত্রের নাম, ৭২ নম্বর নিয়ম। আর নির্দিষ্ট সময়ে বিনিয়োগ তিনগুণ করতে হাতে গরম সূত্রের নাম, ১১৪ নম্বর নিয়ম। এই নিয়ম প্রযোজ্য পিপিএফ, ফিক্সড ডিপোজিট, প্রভিডেন্ট ফান্ড, জাতীয় পেনশন প্রকল্প, সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে।
৭২ নম্বর নিয়ম
এক নজরে দেখে নেওয়া যাক, কী ভাবে প্রয়োগ করবেন ৭২ নম্বর নিয়ম। এই নিয়মে, প্রথমে যে প্রকল্পে বিনিয়োগ করবেন, ৭২ কে ভাগ করুন সুদের হার দিয়ে। ভাগফল যা আসবে, তা সময়ের হিসেব। অর্থাৎ, ভাগফল যত আসছে, ঠিক তত বছর পর আপনার বিনিয়োগ করা অর্থ দ্বিগুণ হবে।