Advertisement
০২ মে ২০২৪
Mann ki Baat

রমজানের শুভেচ্ছায় দেশের বহুত্ববাদী ঐতিহ্য মোদীর মন কি বাতে

তাঁর সরকার সদ্য তিন বছর পূর্ণ করেছে। ৩২তম মন কি বাতে প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের ভিত মজবুত করে।রেডিও বার্তায় রমজানের শুভেচ্ছা জানান।মোদীর গলায় শোনা গেল এ দেশের ধর্মীয় বৈচিত্রের মধ্যে ঐক্যের ইতিহ্যের কথা।

মন কি বাতে প্রধানমন্ত্রী।—ফাইল চিত্র

মন কি বাতে প্রধানমন্ত্রী।—ফাইল চিত্র

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৮ মে ২০১৭ ১৭:২০
Share: Save:

ভারতের সর্বধর্ম সমন্বয় ঐতিহ্যের কথা প্রধানমন্ত্রীর মন কি বাতে। রবিবার ৩২তম রেডিও বার্তা রমজানের শুভেচ্ছা জানিয়েই শুরু করেন প্রধানমন্ত্রী। আর সেই উপলক্ষ্যেই নরেন্দ্র মোদীর গলায় শোনা গেল এ দেশের ধর্মীয় বৈচিত্রের মধ্যে ঐক্যের ইতিহ্যের কথা। প্রধানমন্ত্রী হওয়ার আগে এবং পরে, মোদী এবং তাঁর রাজনৈতিক পরিবারের দিকে বারবার যে ঐতিহ্যকে ভাঙার অভিযোগ উঠেছে, সেই ঐতিহ্যের কথা তুলে নরেন্দ্র মোদী কি নতুন করে কোনও বার্তা দিতে চাইলেন? কী বললেন মোদী? বললেন, “বৈচিত্রের মধ্যে ঐক্য ভারতীয় সংস্কৃতির মূলভিত্তি। আমাদের দেশের জনসংখ্যা ১২৫ কোটি। বিভিন্ন ধর্ম-সম্প্রদায়ের মানুষ এদেশে পাশাপাশি বাস করেন।” মুসলিম সম্প্রদায়ের প্রতি রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বার্তা, পবিত্র রমজান মাস শান্তি, ঐক্য বজায় রাখতে সাহায্য করবে। এটা মানুষের মধ্যে আধ্যাত্মিকতা বোধ সঞ্চার করবে। মোদী বলেন, বহু ধরণের বিশ্বাস নিয়ে শান্তিতে পাশাপাশি বাস করাই এ দেশের ঐতিহ্য এবং এটাই এ দেশের শক্তি। বললেন, ‘‘আমাদের দেশে কেউ মূর্তি পুজোয় বিশ্বাস করেন। কেউ করেন না। কেউ ঈশ্বরে বিশ্বাসী, কেউ বিশ্বাস করেন না। এটাই আমাদের দেশের ঐতিহ্য।’’

তাঁর সরকার সদ্য তিন বছর পূর্ণ করেছে। ৩২তম মন কি বাতে প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের ভিত মজবুত করে। মোদীর ভাষায়, ‘‘সঠিক সমালোচনা সরকারের সচেতনতা বাড়াতে সাহায্য করে।’’ শনিবার কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে গুলিযুদ্ধে নিহত হয়েছেন হিজবুল জঙ্গি সবজার আহমেদ বাট। মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি হলেও এ দিন অবশ্য মন কি বাতে কিছু বলেননি প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: বিজেপির ‘দলিত’ অস্বস্তি আরও বাড়িয়ে দিলেন রাহুল

এদিনের অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী যোগাসনের সচেতনতা বাড়ানোর চেষ্টা করেছেন। জানিয়েছেন, ১-২১ জুন, বিশ্ব যোগ দিবস পর্যন্ত রোজ টুইটারে যোগ সংক্রান্ত খবরাখবর দেবেন তিনি। বিশ্ববাসীর কাছে ভারতের উপহার যোগাভ্যাস, এই মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেছেন, ২১ জুন যেহেতু তৃতীয় আন্তর্জাতিক যোগ দিবস তাই প্রস্তাব এসেছে এক পরিবারের তিন প্রজন্মের যোগাভ্যাসের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার। সকলের কাছে আবেদন, তিন প্রজন্মের একসঙ্গে যোগাভ্যাস করার ছবি যেন পাঠানো হয়। ৫ জুন পরিবেশ দিবস। তাই পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা বলেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘‘প্রকৃতি প্রেম আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ।’’

বীর সাভারকরের জন্মদিনে তাঁর প্রতিও আজ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। বলেন, দ্বীপান্তরে থাকার সময় তাঁর বইগুলি এখনও প্রেরণা জোগায়।

ইতিমধ্যেই মন কি বাত নিয়ে বইও প্রকাশিত হয়েছে। নাম মন কি বাত: ‘এ সোশ্যাল রেভলিউশন অন রেডিও’। সেই বই প্রকাশের পর এটিই ছিল তাঁর প্রথম রেডিওবার্তা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE