রাজনীতির পাশাপাশি টিভি শো চালিয়ে যেতে চান। এমনটাই জানিয়েছেন সিধু। কিন্তু তা কি সম্ভব? সিধু মন্ত্রিত্ব রেখে টিভি শো একই সঙ্গে চালাতে পারবেন কিনা, সে বিষয়ে অ্যাটর্নি জেনারেল অতুল নন্দকে খতিয়ে দেখতে বলেছেন পঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ। তবে একটা বিষয় আজ স্পষ্ট করে দিয়েছেন ক্যাপ্টেন। টিভি শো করলে, সংস্কৃতি দফতরের দায়িত্বে কোনও ভাবেই রাখা যাবে না সিধুকে। দিল্লিতে সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
এ দিন তিনি বলেন, যদি এমন আইন থাকে যে সিধু দুটো কাজই করতে পারবেন, তা হলে কোনও আপত্তি থাকবে না। কেনই বা আপত্তি করব। তবে সে ক্ষেত্রে সিধুর মন্ত্রক বদলানো হবে।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে সরকারি অফিসে এ বার নিষিদ্ধ হল পান, গুটখা, পান মশলা