Advertisement
০২ মে ২০২৪

রাফাল-খোঁচার সঙ্গে নয়া তির কংগ্রেসের

রাহুল গাঁধী শনিবার সকালে ছড়া কেটে টুইট করেছিলেন, ‘‘সাহেব কা কামাল দেখো, রাফাল কা ঘোটালা দেখো।’’ তার সঙ্গে টাকার দামের পতন, তেলের দামের বাড়বাড়ন্ত নিয়েও কটাক্ষ করেন রাহুল।

রাহুল গাঁধী। —ফাইল চিত্র।

রাহুল গাঁধী। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৪৫
Share: Save:

রাফাল-দুর্নীতি নিয়ে আক্রমণ বজায় রেখেই এ বার ‘আইএল অ্যান্ড এফএস’ নিয়েও নরেন্দ্র মোদী সরকারের দিকে আঙুল তুলল কংগ্রেস।

রাহুল গাঁধী শনিবার সকালে ছড়া কেটে টুইট করেছিলেন, ‘‘সাহেব কা কামাল দেখো, রাফাল কা ঘোটালা দেখো।’’ তার সঙ্গে টাকার দামের পতন, তেলের দামের বাড়বাড়ন্ত নিয়েও কটাক্ষ করেন রাহুল। এর পরে ‘আইএল অ্যান্ড এফএস’ নিয়ে মোদী সরকারকে নিশানা করে মাঠে নামে কংগ্রেস। অবশ্য রাফাল থেকে নজর সরাতে রাজি নন রাহুল। আজ পশ্চিমবঙ্গের নেতাদেরও তিনি নির্দেশ দিয়েছেন, ফ্রাসের ওই যুদ্ধবিমান কেনা নিয়ে দুর্নীতির প্রচারকে তৃণমূল স্তরে নিয়ে যেতে হবে।

পরিকাঠামো প্রকল্পে ঋণদাতা সংস্থা ‘আইএল অ্যান্ড এফএস’-এর নিজেরই ঋণের বহর ৯১ হাজার কোটি টাকায় পৌঁছেছে। জীবনবিমা নিগমের হাতে রয়েছে সংস্থাটির ২৫ শতাংশ মালিকানা। এটির সিংহভাগ মালিকানা বেসরকারি সংস্থার হাতে থাকলেও ঋণগ্রস্ত আইডিবিআই-এর পরে এ বার জীবনবিমা নিগমকেও ওই সংস্থার ত্রাতা হিসেবে নামাতে চাইছে মোদী সরকার। কংগ্রেসের দাবি এর পিছনেও আর্থিক কেলেঙ্কারি রয়েছে। তাদের প্রশ্ন, এই সংস্থা কি মোদী সরকারের ‘লেম্যান ব্রাদার্স’ হয়ে উঠতে চলেছে?

কংগ্রেস মুখপাত্র গৌরব বল্লভের যুক্তি, ৯১ হাজার কোটি টাকা ঋণের মধ্যে মোদী সরকারের জমানাতেই ঋণের পরিমাণ ৪২ হাজার কোটি টাকা। মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে আমদাবাদে গিফট সিটি তৈরির পরিকল্পনা নেন। সেই গিফট সিটির তৈরির বরাতও ‘আইএল অ্যান্ড এফএস’-কে ‘উপহার’ হিসেবে তুলে দেওয়া হয়েছে। কিন্তু ১১ বছর ধরে সেই প্রকল্প পড়ে রয়েছে। তার ফলেই ‘আইএল অ্যান্ড এফএস’-এর ঋণের বোঝা বেড়েছে। এখন জীবনবিমা ও স্টেট ব্যাঙ্ককে দিয়ে কেন ওই সংস্থাকে উদ্ধারের চেষ্টা চলছে, তার পিছনে প্রধানমন্ত্রীর ভূমিকার তদন্তের দাবি করেছে কংগ্রেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE