Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অন্য নৌসেনার গোপন গতিবিধি রুখতে প্রিডেটর কেনার পথে ভারত

ভারত মহাসাগীরয় অঞ্চলে নজরদারি কড়া করতে এ বার আমেরিকার কাছ থেকে নজরদারি ড্রোন কেনার পথে ভারত। সামুদ্রিক সম্পদ এবং জাতীয় জলসীমার সুরক্ষায় এই ড্রোন ব্যবহার করতে চায় ভারত। ড্রোন কিনতে চেয়ে নয়াদিল্লি থেকে আনুষ্ঠানিক চিঠিও পৌঁছেছে ওয়াশিংটনে।

প্রিডেটর গার্ডিয়ান ড্রোন।

প্রিডেটর গার্ডিয়ান ড্রোন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ জুন ২০১৬ ২০:৫৮
Share: Save:

ভারত মহাসাগীরয় অঞ্চলে নজরদারি কড়া করতে এ বার আমেরিকার কাছ থেকে নজরদারি ড্রোন কেনার পথে ভারত। সামুদ্রিক সম্পদ এবং জাতীয় জলসীমার সুরক্ষায় এই ড্রোন ব্যবহার করতে চায় ভারত। ড্রোন কিনতে চেয়ে নয়াদিল্লি থেকে আনুষ্ঠানিক চিঠিও পৌঁছেছে ওয়াশিংটনে। ভারত মহাসাগরে অন্য কোনও দেশের নৌবাহিনীর গোপন গতিবিধিতে রুখতেই এই ব্যবস্থা নিতে চলেছে নয়াদিল্লি। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর তেমনই।

মার্কিন সংস্থা জেনারেল অ্যাটমিকস-এর তৈরি ‘প্রিডেটর’ ড্রোনকে বিশ্বের সেরা ড্রোন মনে করা হয়। ভারতের পূর্ব উপকূল, পশ্চিম উপকূল এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভারত মহাসাগরের যে বিশাল বিস্তার, সেখানে নজরদারি চালানোর জন্য সেই প্রিডেটর ড্রোনই জেনারেল অ্যাটমিকসের কাছ থেকে কিনতে চাইছে ভারত। দেশের নৌসেনার বিভিন্ন সামুদ্রিক পরিকাঠামোর নিরাপত্তা এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ ও ভারতীয় জলসীমার মধ্যে থাকা পুরো এলাকার সুরক্ষা নিশ্চিত করার জন্যই নজরদারি বাড়াতে চাইছে প্রতিরক্ষা মন্ত্রক। প্রিডেটর গার্ডিয়ান ড্রোন সে কাজে অত্যন্ত দক্ষ। অনেক উঁচুতে উড়ে বিরাট এলাকায় নজর রাখা এই প্রিডেটর গার্ডিয়ানের বিশেষত্ব। বিশেষজ্ঞরা বলছেন, প্রিডেটর গার্ডিয়ান ৫০ হাজার ফুট উঁচুতে উড়তে পারে। টানা ২৪ ঘণ্টা আকাশে থাকার ক্ষমতা রয়েছে এই ড্রোনের। ৫০ হাজার ফুট উচ্চতা থেকে সমুদ্রপৃষ্ঠে যে বিশাল এলাকা দেখা যায়, সেই এলাকায় ফুটবলের মতো ক্ষুদ্র কোনও বস্তুর নড়াচড়াও প্রিডেটর ড্রোনের নজর এড়ায় না।

আরও পড়ুন: নিরাপত্তায় প্রচুর ফাঁক, দ্বিতীয় বার জঙ্গি হানার মুখে পড়ত পঠানকোট

চিনা নৌসেনা ভারত মহাসাগরীয় অঞ্চলে গতিবিধি বাড়িয়েছে। ভারতের জলসীমাতেও চিনের গোপন গতিবিধি সম্প্রতি নজরে এসেছে। আন্দামান সাগরে চিনের সাবমেরিনের লুকিয়ে ঢুকে পড়ার ঘটনা দিল্লির রক্তচাপ বাড়িয়ে দিয়েছিল কয়েক মাস আগে। এ ছাড়া পাকিস্তান থেকে জলপথে জঙ্গিদের ভারতে ঢোকার চেষ্টাও কারও অজানা নয়। সে সব কথা মাথায় রেখেই প্রিডেটর গার্ডিয়ান কিনতে চেয়ে আমেরিকাকে লেটার-অব-রিকোয়েস্ট পাঠিয়েছে ভারত। মোদীর সাম্প্রতিকতম মার্কিন সফরে ভারত মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমের সদস্য হয়ে যাওয়ায় প্রিডেটর কিনতে আর কোনও বাধাও নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE