Advertisement
০২ মে ২০২৪

’৭১-এর পর এই প্রথম পাকিস্তানে ঢুকে হানা ভারতের বায়ুসেনার

১৯৭১ সালের পর মঙ্গলবারই প্রথম ভারতীয় বায়ুসেনার কোনও বিমান পাকিস্তানের আকাশে গিয়ে হানা দিল।

’৭১-এর যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী। ফাইল চিত্র।

’৭১-এর যুদ্ধে ভারতীয় সেনাবাহিনী। ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৯ ২১:২২
Share: Save:

১৯৭১ সালের পর মঙ্গলবারই প্রথম ভারতীয় বায়ুসেনার কোনও বিমান পাকিস্তানের আকাশে গিয়ে হানা দিল। ’৭১-এর ভারত-পাক যুদ্ধের পর অনেক বার ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি হয়েছে। যুদ্ধ পরিস্থিতিও তৈরি হয়েছে। এমনকি, কার্গিল যুদ্ধের সময়েও ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক সংযম দেখিয়েছে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে বিমানহানার ব্যাপারে।

প্রাক্তন সেনাকর্তারা, যাঁরা ’৭১-এর যুদ্ধ দেখেছেন, তাঁরা এখনও মনে করতে পারেন সেই দিনটা। ডিসেম্বরের ৩ তারিখ। তার অনেক আগে থেকেই সীমান্তে বাড়ছিল উত্তেজনা। বর্তমান বাংলাদেশ, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে মুক্তিবাহিনীকে সাহায্য করছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং সেনা। গোটা পূর্ব পাকিস্তান জুড়ে প্রতি দিনই মুক্তিবাহিনীর গেরিলা হামলার মুখে পড়ছে পাক সেনা আর পাল্লা দিয়ে বাড়ছে পাক সেনা এবং তাদের মদতে পুষ্ট রাজাকার বাহিনীর তাণ্ডব।

সেই পরিস্থিতিতেই হঠাৎ শীতের বিকেল শেষ হওয়ার মুখে ভারতের আকাশসীমায় ঢুকে পড়ল একের পর এক পাক ফাইটার। ’৭১-এর যুদ্ধের উপর লেখা বিভিন্ন বর্ণনা এবং বিবিসি-র ওই দিনের রিপোর্টিং থেকে পাওয়া যায়, কম করে ৫০টি পাক ফাইটার হানা দেয় ভারতের মাটিতে। টার্গেট ভারতের বিভিন্ন বিমানবন্দর এবং বায়ুসেনার ঘাঁটি। বিবিসি-র সে দিনের রিপোর্টে পাওয়া যায়, অমৃতসর, পাঠানকোট, অবন্তীপুর, শ্রীনগর সমেত অন্তত এগারোটি বিমানঘাঁটিতে হামলা চালায় পাকিস্তানের বিমানবাহিনী। এমনকি সেই বিকেলে পাক ফাইটার পৌঁছে গিয়েছিল আগ্রা পর্যন্ত। এমনটা আগেই আঁচ করেছিল নয়াদিল্লি। তাই তাজমহলের মাথা ঢেকে রাখা হয়েছিল গাছপালা দিয়ে। যাতে আকাশ থেকে দেখা না যায় তাজমহল।

আরও পড়ুন: অধিকৃত কাশ্মীর পেরিয়ে খাস পাকিস্তানের মাটিতে বোমা ফেলে এল বায়ুসেনা!

আরও পড়ুন: দেশ নিরাপদ হাতে রয়েছে, মাথা নত হতে দেব না: প্রত্যাঘাতের পরে বললেন মোদী

পরে জানা গিয়েছিল, ১৯৬৭ সালে ইজরায়েল যে ভাবে আচমকা বিমান হানা চালিয়ে চমকে দিয়েছিল আরবকে, সেই একই কায়দায় ভারতকে আচমকা বিমানহানায় চমকে দিতে চেয়েছিল পাকিস্তান। কিন্তু সে দিনও যথেষ্ট তৈরি ছিল ভারত। ওই দিন বিকেলে পাক বিমানহানার পরই বিশেষ জরুরি বৈঠক ডেকে পাকিস্তানের বিরুদ্ধে পুরোপুরি যুদ্ধ ঘোষণা করেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী। রাতেই পাক বিমানহানার প্রত্যুত্তর দেয় ভারতীয় বিমানবাহিনী। সেই ’৭১-এর ডিসেম্বরে ১৪ দিনের যুদ্ধের পর ফের সীমান্ত পেরিয়ে এই ২০১৯-এর ২৬ ফেব্রুয়ারি আবারও সক্রিয় ভারতীয় বিমানবাহিনী।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE