‘হাতে চাঁদ (আর চাঁদে পা): উচ্ছ্বাস ভারতে’— বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসের প্রথম পাতায় চন্দ্রযান ৩ সংক্রান্ত খবরের শিরোনাম ছিল এমনটাই। কিন্তু বুধবার ভারতের চন্দ্রাভিযানের সাফল্যের পর থেকে সমাজমাধ্যম জুড়ে চর্চায় উঠে আসছে আমেরিকার ওই সংবাদপত্রেরই ন’বছর আগের একটি কার্টুন।
২০১৪ সালে ভারতের মহাকাশ সংস্থার মঙ্গলগ্রহে যাত্রার খরচ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল নিউ ইয়র্ক টাইমসে। সঙ্গে ছাপা হয়েছিল একটি ব্যঙ্গাত্মক কার্টুন— ‘অভিজাত মহাকাশ সঙ্ঘ’ লেখা কাঁচের ঘরে দু’জন বসে খবরের কাগজে মঙ্গল অভিযানের কথা পড়ছেন আর বাইরের দরজায় খটখট করছে একটি লোক। বেঁধে আনা গরুর দড়ি হাতে ধরা তাঁর, গায়ে লেখা ‘ইন্ডিয়া’। ঘরের দু’জনের সঙ্গে চেহারা ও বেশভূষায় ফারাক প্রকট। প্রতিবাদের জেরে প্রকাশের পরেই ক্ষমা চায় আমেরিকার সংবাদপত্রটি। সেই প্রসঙ্গ আবার নতুন করে ফিরে এসেছে। ভারত রাষ্ট্র সমিতির নেতা ওয়াই সতীশ রেড্ডি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘এ বার যান, নতুন কার্টুন আঁকুন’।
বিবিসি, সিএনএন, ওয়াশিংটন পোস্ট, দ্য গার্ডিয়ান-সহ বিশ্বের তাবড় সংবাদমাধ্যমের অধিকাংশেরই শিরোনামে উঠে এসেছে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম অবতরণের নজির ভারতের গড়ার প্রসঙ্গটি। পাকিস্তানের সংবাদমাধ্যমেও ভারতের সাফল্যের কথা ফলাও করে প্রকাশিত হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)