Advertisement
০৬ মে ২০২৪

মজুরের মৃত্যুতে শুরু তদন্ত

চোর সন্দেহে মারধর করেছিল রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) জওয়ানরা। সেই প্রহারেই মৃত্যু হয়েছে এক মজুরের। জখম হয়েছেন আরও এক জন। গত কাল গভীর রাতে পটনা জংশনের করবিগহিয়া এলাকার ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম রামপ্রীত যাদব।

নিজস্ব সংবাদদাতা
পটনা শেষ আপডেট: ২৭ জুন ২০১৫ ০৩:২৯
Share: Save:

চোর সন্দেহে মারধর করেছিল রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) জওয়ানরা। সেই প্রহারেই মৃত্যু হয়েছে এক মজুরের। জখম হয়েছেন আরও এক জন। গত কাল গভীর রাতে পটনা জংশনের করবিগহিয়া এলাকার ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম রামপ্রীত যাদব।

স্থানীয়রা জানিয়েছেন, গত রাতে ওই এলাকায় এক বন্ধুর সঙ্গে শৌচকর্ম করতে গিয়েছিল পেশায় মজুর রামপ্রীত। অভিযোগ, সেই সময়ে আরপিএফ জওয়ানরা তাঁদের চোর সন্দেহে আটকায়। বারবার নিজেদের পরিচয় দিলেও তাঁদের জক্কনপুর রেল কলোনিতে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা হয়। পোশাক খুলে নিয়ে সারারাত ধরে অত্যাচার চালানো হয়। আজ সকালে রামপ্রীত মারা যায়। তাঁকে মিঠাপুর সেতুর কাছে ফেলে দেওয়া হয়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। রামপ্রীতের বন্ধুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডিএসপি (সদর) রমাকান্ত জানান, জক্কনপুর থানায় এফআইআর দায়ের করে শুরু হয়েছে তদন্তও। প্রাথমিক তদন্তে খবর, তিন জন আরপিএফ কর্মী জড়িত রয়েছেন। অভিযুক্তদের খোঁজ চলছে। রেলের তরফে অবশ্য গোটা ঘটনার কথা অস্বীকার করা হয়েছে। পূর্ব-মধ্য রেলের দানাপুর ডিভিশনের জনসংযোগ আধিকারিক রঞ্জিত কুমার সিংহ বলেন, ‘‘নিজেদের মধ্যে মারামারি করেই ওই মজুর মারা গিয়েছেন বলে আরপিএফের তরফে জানানো হয়েছে। ঘটনার তদন্ত হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Labour murder case Investigation RPF DSP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE