Advertisement
০৫ মে ২০২৪
Indian Army

সেনাদের খাবারে বিষ মেশানোর ছক কষছে আইএসআই, দাবি গোয়েন্দাদের

ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরের সেনা ক্যাম্পের রেশন ডিপোগুলিতে নিরাপত্তা বাড়ানোর জন্য সতর্কবার্তা দিয়েছেন গোয়েন্দারা। তবে শুধু জম্মু-কাশ্মীরই নয়, দেশ জুড়ে সেনাদের রেশন ডিপোগুলোতেও নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ মার্চ ২০১৯ ১৩:৪৩
Share: Save:

খাবারে বিষ মিশিয়ে ভারতীয় সেনাদের হত্যার নতুন ছক কষছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই! এমনই একটি চাঞ্চল্যকর তথ্য তাঁদের হাতে এসেছে বলে দাবি করলেন ভারতীয় গোয়েন্দারা। তাঁদের দাবি, সম্প্রতি পাকিস্তানের একটি ফোন নম্বর থেকে বেশ কিছু কথোপকথন ধরা পড়েছে। তা থেকে জানা গিয়েছে, কাশ্মীরে পাক সেনা এবং আইএসআই-এর যে সব গুপ্তচররা রয়েছে, তারা সেনাদের খাবারে বিষ মেশানোর ষড়যন্ত্র করছে। ইন্ডিয়া টুডে-তে সম্প্রতি এই খবর প্রকাশিত হয়েছে।

ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরের সেনা ক্যাম্পের রেশন ডিপোগুলিতে নিরাপত্তা বাড়ানোর জন্য সতর্কবার্তা দিয়েছেন গোয়েন্দারা। তবে শুধু জম্মু-কাশ্মীরই নয়, দেশ জুড়ে সেনাদের রেশন ডিপোগুলোতেও নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে।

পুলওয়ামা কাণ্ডের পর ভারত-পাকিস্তানের মধ্যে একটা উত্তেজনার আবহ তৈরি হয়। ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বায়ুসেনার এয়ারস্ট্রাইক সেই উত্তেজনা চরমে ওঠে। এই টানাপড়েনের মধ্যেই বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাক সেনার হাতে ধরা পড়ে। ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যদিও শেষমেশ অভিনন্দনকে ছেড়ে দিতে এক প্রকার বাধ্য হয় পাকিস্তান। জেনিভা কনভেনশন এবং আন্তর্জাতিক মঞ্চের চাপের কাছে নতিস্বীকার করতে হয় পাকিস্তানকে। পাক প্রধানমন্ত্রী ইমরান খান অভিনন্দনকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন শান্তির বার্তার দোহাই দিয়ে।

আরও পড়ুন: প্রত্যাবর্তন: ডান চোখে আঘাতের চিহ্ন, দেশের মাটিতে পা দৃপ্ত অভিনন্দনের

আরও পড়ুন: শেষ বেলা পর্যন্ত পাঞ্জা কষা চলল দু’দেশের মধ্যে

বিশেষজ্ঞরা বলেছেন, সব দিকে থেকেই পাকিস্তান এখন কোণঠাসা। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ওদের। তাই যে কোনও পন্থা অবলম্বন করে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করতে পারে পাকিস্তান। ঘোরতর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও তারা কিন্তু দ্বিচারিতার পথ থেকে সরে আসবে না। সম্প্রতি গোয়েন্দাদের হাতে আসা তথ্য কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian Army ISI Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE