Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National news

নিউ ইয়ারে সন্ত্রাসের শঙ্কা! ভারতে আসা পর্যটকদের সতর্ক করল ইজরায়েল

কখনও ষড়যন্ত্রের নির্দিষ্ট খবর পেয়ে, কখনও রুটিন সতর্কতা, যে কোনও বড় উত্সবের আগেই দেশের সব প্রান্তেই বিশেষ সতর্কতা নেওয়া হয়। এ বছর নিউ ইয়ারও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি ইজরায়েলের একটি সতর্কবার্তা নববর্ষের সময়ে সন্ত্রাস হামলার আশঙ্কা আরও উস্কে দিল।

গোয়া সমুদ্র সৈকত।— ফাইল চিত্র।

গোয়া সমুদ্র সৈকত।— ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৬ ১৭:৩৩
Share: Save:

কখনও ষড়যন্ত্রের নির্দিষ্ট খবর পেয়ে, কখনও রুটিন সতর্কতা, যে কোনও বড় উত্সবের আগেই দেশের সব প্রান্তেই বিশেষ সতর্কতা নেওয়া হয়। এ বছর নিউ ইয়ারও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি ইজরায়েলের একটি সতর্কবার্তা নববর্ষের সময়ে সন্ত্রাস হামলার আশঙ্কা আরও উস্কে দিল। ইজরায়েলের গোয়েন্দা সংস্থার তরফ থেকে নববর্ষে ভারতে হামলার সম্ভাবনা রয়েছে বলে একটি সতর্কবার্তা জারি করা হয়। ইজরায়েলের সতর্কবার্তা আসার পরে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া হয়েছে।

শুক্রবার ইজরায়েলের গোয়েন্দা সংস্থা ভারতে আসা সমস্ত ইজরায়েলি পর্যটকদের সন্ত্রাসবাদী হামলা থেকে সতর্ক করেছে। এই সতর্কবার্তা বেশ উদ্বেগ তৈরি করেছে। কারণ, ইজরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদ বিশ্বে বেশ নাম করা। কোনও নির্দিষ্ট তথ্য না পেয়ে এমন আগাম সতর্কবার্তা তারা জারি করবে না। দিল্লিতে নিযুক্ত ইজরায়েল দূতাবাসের মুখপাত্রও বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই সতর্কবার্তায় ইজরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার লক্ষ্য হতে পারে ভারতের দক্ষিণ-পশ্চিম দিকে গোয়া, মুম্বই, পুণে এবং কোচির মতো জায়গাগুলি। কারণ, নববর্ষের এই মরসুমে বিচ এবং ক্লাবগুলিতে পর্যটকদের ভিড় থাকবে। বিশেষ করে গোয়া, মুম্বই, পুণেতে এই সময়ে পৃথিবীর নানা প্রান্ত থেকে পর্যটকেরা ভিড় জমান। তাঁদের মধ্যে ইজরায়েলের পর্যটকরাও আছেন। ইজরায়েলের সন্ত্রাসদমন শাখার সূত্র অনুযায়ী, তাই ভারতের দক্ষিণ-পশ্চিমের এই জায়গাগুলিকেই লক্ষ্যবস্তু হিসেবে ঠিক করেছে সন্ত্রাসবাদীরা।

ইজরায়েল পর্যটকদের সতর্ক থাকার পাশাপাশি ভারতীয় সংবাদমাধ্যমের উপরেও নজর রাখতে বলা হয়েছে। যোগাযোগ করতে বলা হয়েছে ভারতীয় আত্মীয়দের সঙ্গেও। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কোনও জনবহুল এলাকা এবং শপিং মলগুলিতে যেতে নিষেধ করা হয়েছে। যদিও কোন সূত্র ধরে এমন সতর্কবার্তা জারি করল, ইজরায়েল তা স্পষ্ট করেনি।

আরও পড়ুন: ব্রাজিলে গ্রিক রাষ্ট্রদূতকে সুপারি দিয়ে খুন করাল স্ত্রী আর তার প্রেমিক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Terror attack Israel Tourist
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE