Advertisement
০৬ মে ২০২৪

যোগাযোগ হারিয়ে ফেলল জিস্যাট ৬এ

বৃহস্পতিবার জিএসএলভি-এফজিরো৮-এ চাপিয়ে সফল ভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল। শুক্রবার সকাল ৯টা ২২ মিনিটের মধ্যে সে তার প্রাথমিক দায়দায়িত্বও পালন করে।

‘জিস্যাট ৬এ’। ফাইল চিত্র।

‘জিস্যাট ৬এ’। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৮ ০৩:১৩
Share: Save:

যাত্রা শুরুর ৪৮ ঘণ্টার মধ্যে পৃথিবীর সঙ্গে সমস্ত যোগাযোগ হারিয়ে ফেলল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কৃত্রিম উপগ্রহ ‘জিস্যাট ৬এ’।

এ পর্যন্ত এটিই ছিল ইসরো-র তৈরি সব চেয়ে শক্তিশালী কৃত্রিম উপগ্রহ। গোটা দেশে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলোতে মোবাইল ফোন পরিষেবা আরও জোরদার করতে পাঠানো হয়েছিল ‘জিস্যাট ৬এ’কে। বৃহস্পতিবার জিএসএলভি-এফজিরো৮-এ চাপিয়ে সফল ভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল। শুক্রবার সকাল ৯টা ২২ মিনিটের মধ্যে সে তার প্রাথমিক দায়দায়িত্বও পালন করে। কিন্তু শনিবার ইসরোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ‘জিস্যাট ৬এ’-র। গবেষণা সংস্থা জানিয়েছে, নতুন করে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করা হচ্ছে। জিস্যাট পুনরুদ্ধারের সম্ভাবনাও আছে।

ইসরোর এক কর্তার আক্ষেপ, ‘‘উপগ্রহটির ল্যাম (লিকুইড অ্যাপোজি মোটর) ইঞ্জিন একদম ঠিকঠাক ভাবে কাজ করছিল। কক্ষপথে পৌঁছনোর প্রথম ধাপের কাজও সফল ভাবে করেছিল। সব ঠিকই ছিল...।’’ শনিবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ কাজের দ্বিতীয় ধাপও সফল হয়। সে বারও ল্যাম ইঞ্জিন কাজ করেছিল। ইসরোর কাছে সেই খবরও পাঠিয়েছিল উপগ্রহটি। কিন্তু এর মিনিট চারেক পরেই নিস্তব্ধতা। আর কোনও সাড়া মেলেনি জিস্যাট থেকে।

ইসরোর অনুমান, হয়তো পাওয়ার সিস্টেম কাজ করছে না। কিন্তু এখনই তা নিশ্চিত জানাতে রাজি নয় ইসরো। রবিবার একটি বিবৃতি দিয়ে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে— ‘‘৩১ মার্চ সকালে ৫৩ মিনিটের জন্য ঠিকঠাক কাজ করেছিল। কিন্তু তৃতীয় ও শেষ ধাপের ফায়ারিংয়ের ঠিক আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’’ শনিবার শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের নিয়ে ম্যারাথন বৈঠকে বসেছিলেন ইসরোর চেয়ারম্যান কে শিবন। উল্লেখ্য, শিবন দায়িত্ব নেওয়ার পরে এটিই ছিল প্রথম উৎক্ষেপণ। তবে এই অভিযান সংক্রান্ত যাবতীয় পরিকল্পনা তাঁর আগের জমানাতেই হয়ে গিয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE