Advertisement
০২ মে ২০২৪
National News

দেশের সেরা বিশ্ববিদ্যালয় বেঙ্গালুরুর আইআইএসসি, পঞ্চমে যাদবপুর

প্রকাশিত হল দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সরকারি তালিকা। সোমবার প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী, দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা পেল বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্স ও সেরা কলেজ ঢুকে পড়ল দিল্লির মিরান্ডা হাউসের নাম।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০১৭ ১৮:৪৬
Share: Save:

প্রকাশিত হল দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সরকারি তালিকা। সোমবার প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী, দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তকমা পেল বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্স ও সেরা কলেজ ঢুকে পড়ল দিল্লির মিরান্ডা হাউসের নাম। বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে পঞ্চম স্থানে রয়েছে যাদবপুর।

ভারতের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের সমীক্ষা অনুযায়ী, জেনারেল ডিগ্রি কলেজের তালিকায় মিরান্ডা হাউসের পরেই নাম রয়েছে চেন্নাইয়ের লয়োলা কলেজের। তৃতীয় স্থানে রয়েছে দিল্লিরই শ্রী রাম কলেজ অব কমার্স। এই প্রথম সরকারি ভাবে দেশের কলেজগুলোর র‌্যাঙ্কিং প্রকাশ করা হল।

২০১৬ সালের প্রায় পুরোটা জুড়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় রয়েছে ওই সেরার তালিকায়, দ্বিতীয় স্থানে। তালিকা প্রকাশের পর মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, ‘‘আফজল গুরুর জন্য স্লোগান দিয়ে নয়, ভাল কাজের জন্য সেরার তালিকায় জায়গা পেয়েছে যাদবপুর, জেএনইউ।’’ তৃতীয় স্থানে রয়েছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি। সেরা দশের তালিকায় রয়েছে দেশের সাতটি আইআইটি।

দেখে নিন কিছু সেরার তালিকা

মিরান্ডা হাউজ, দিল্লি

সেরা ৩ কলেজ

১। মিরান্ডা হাউস, দিল্লি

২। লয়োলা কলেজ, চেন্নাই

৩। শ্রী রাম কলেজ অব কমার্স, দিল্লি

আইআইএসসি, ব্যাঙ্গালোর

সেরা ৩ ইউনিভার্সিটি

১। আইআইএসসি, বেঙ্গালুরু

২। জহরলাল নেহরু ইউনিভার্সিটি, নয়াদিল্লি

৩। বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বারাণসী

সেরা ইঞ্জিনিয়ারিং কলেজ: ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি-মাদ্রাজ

সেরা ফার্মাসি ইন্সটিটিউট: জামিয়া হমদর্দ

সেরা ম্যানেজমেন্ট ইন্সটিটিউট: ইন্ডিয়ান ইন্সটিটিউট অব ম্যানেজমেন্ট-আমদাবাদ

আরও পড়ুন: পাকিস্তানের সঙ্গে সংযোগ, কাশ্মীরের জেল থেকে উদ্ধার প্রচুর স্মার্টফোন!

এই তালিকার উপর ভিত্তি করেই মিলবে সরকারি অনুদান। যেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলি তালিকায় স্থান পাবে আন্তর্জাতিক ক্ষেত্রেও বাড়বে সেগুলোর গুরুত্ব। ৩,৩০০-রও বেশি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এই সমীক্ষার প্রথম রিপোর্ট প্রকাশিত হয় ২০১৬ সালে। কিন্তু সেই সময় যথেষ্ট মনোনয়ন জমা না পড়ায় কলেজগুলোর নাম অন্তর্ভুক্ত হয়নি। দিল্লির সেন্ট স্টিফেন’স কলেজ, দিল্লি স্কুল অব ইকনমিক্সস, রামজস কলেজ ও হংসরাজ কলেজের মতো নামী ইনস্টিটিউটগুলো অংশগ্রহণ করেনি এই সমীক্ষায়।

২০১৬ সালে প্রকাশিত ন্যাশনাল ইন্সটিটিউশনাল র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক অনুযায়ী মোট ২০টি বিষয়কে মাথায় রেখে এই তালিকার চূ়ড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jadavpur University IISC Bangalore Miranda House
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE