Advertisement
২১ জানুয়ারি ২০২৫
National News

আজই দল ঘোষণা, তার আগে কালামের বাড়িতে কমল হাসন

মাদুরাই থেকে নিজের রাজনৈতিক সফর শুরুর কথা গত মাসেই জানিয়েছিলেন কমল। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের স্বপ্নের তামিলনাড়ুকে বাস্তবায়িত করার জন্যই যে তাঁর রাজনীতিতে পা রাখা, সে কথাও জানিয়েছিলেন তিনি।

রামেশ্বরমে গিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ভাইয়ের আর্শীবাদ নিলেন কমল হাসন। ছবি: টুইটারের সৌজন্যে।

রামেশ্বরমে গিয়ে প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ভাইয়ের আর্শীবাদ নিলেন কমল হাসন। ছবি: টুইটারের সৌজন্যে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৩১
Share: Save:

তামিলনাড়ুর রাজনীতিতে আলোর ঝলকানি। মঞ্চটা সেজে উঠছিল দীর্ঘ দিন ধরেই। এ বার তামিল রাজনীতিতে নেমে পড়লেন কমল হাসন। বুধবার সন্ধ্যায় দল ঘোষণা করবেন তিনি।

রাজনীতিতে পা রাখার ইঙ্গিত অবশ্য দিয়েছিলেন গত বছরের সেপ্টেম্বরেই। তবে, এ দিন মাদুরাই থেকেই আনুষ্ঠানিক ভাবে রাজনৈতিক পথে হাঁটা শুরু হবে কমল হাসনের। সন্ধ্যায় এক জনসভা থেকে নিজের দলের নামও ঘোষণা করবেন তিনি।

মাদুরাই থেকে নিজের রাজনৈতিক সফর শুরুর কথা গত মাসেই জানিয়েছিলেন কমল। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের স্বপ্নের তামিলনাড়ুকে বাস্তবায়িত করার জন্যই যে তাঁর রাজনীতিতে পা রাখা, সে কথাও জানিয়েছিলেন তিনি। তাই মাদুরাইয়ে এপিজে-র বাসভবন থেকে নিজের রাজনৈতিক সফরের শুরুটা করতে চান তিনি।

আরও পড়ুন
নীরব মামলায় ধৃত মুকেশের খুড়তুতো ভাই

এ দিন সাতসকালেই রামেশ্বরম পৌঁছন কমল। সেখান থেকে সড়কপথে মাদুরাই যান। সকাল সাড়ে ৬টা নাগাদ কমল যখন রামেশ্বরমে পা রাখেন, তখন পথের দু’ধারে কাতারে কাতারে ভক্তের ঢল। হাতে পোস্টার। মুখে স্লোগান— ‘ভবিষ্যতের মুখ্যমন্ত্রী’ কমল। ভক্তদের পোস্টারে এপিজে-র পাশেই দেখা গিয়েছে কমলের ছবি। ভক্তদের আশা, তামিল রাজনীতিতে নয়া জোয়ার আনবেন তাঁদের ‘দেবতা’।

মাদুরাইয়ের এপিজে-র বাসভবনে গিয়ে তাঁর ভাইয়ের আর্শীবাদ নেন কমল। সেখানে প্রাতরাশ সেরে ফের বেরিয়ে পড়েন পথে। তামিল রাজনীতির বর্তমান গতিপ্রকৃতিতে তিনি যে একেবারেই সন্তুষ্ট নন, তা আগেই জানিয়েছিলেন। শাসক দল এআইএডিএমকে-র প্রতি যে তাঁর আস্থা নেই, তা-ও জানিয়েছিলেন। এ দিন সেই কথার প্রতিধ্বনিই শোনা গেল কমলের মুখে। জনগণের প্রত্যাশা মেটাতে সরকার যে একেবারেই ব্যর্থ তা বার বার উল্লেখ করেছেন তিনি। রামেশ্বরমে মৎস্যজীবীদের সঙ্গে দেখা করে কমল বলেন, “বিভিন্ন সরকার বহু বার নানান রকমের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু, সাধারণ মানুষ যখনই সে সব প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলেছে, সরকার নানা সমস্যার কথা শুনিয়ে দিয়েছে।” কিন্তু কমল সে রকমটা করতে চান না বলে দাবি করেছেন। তিনি বলেন, “কোনও মাধ্যমে নয়, আমি সরাসরি আপনাদের মুখ থেকে আপনাদের কথা শুনতে চাই।”

আরও পড়ুন
ভাইয়ের দেহ মর্গে, মন্দিরে বিয়ে তরুণের

এই ধরনের খবর আপনার ইনবক্সে সরাসরি পেতে এখানে ক্লিক করুন

রামেশ্বরমের পর এ দিন রামনাথপুরম-সহ একাধিক জায়গায় জনসভা করবেন কমল। নিজের শহর পরমকুড়িতেও ভাষণ দেবেন তিনি। এর পর সেখান থেকেই মাদুরাইতে পৌঁছবেন। মাদুরাইয়ের মঞ্চেই তাঁর সঙ্গে যোগ দেওয়ার কথা আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের। ওই মঞ্চে আসার জন্য ইতিমধ্যেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ একাধিক বিশিষ্টকে আমন্ত্রণ জানিয়েছেন কমল। আপ সুপ্রিমো কেজরীবালের জোট গড়ার প্রস্তাব ছাড়াও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ও তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন বলে জানিয়েছেন কমল।

অন্য বিষয়গুলি:

Politics Kamal Haasan APJ Abdul Kalam কমল হাসন এপিজে আব্দুল কালাম
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy