ভোটের আগেই সরগরম কর্নাটক। প্রচারে বেরিয়ে এক যুবককে সপাটে চড় মারছেন কংগ্রেস নেতা এমবি পাটিল। এমনই একটি ভিডিয়ো তুলে ধরে কংগ্রেসকে চাপে ফেলার কৌশল নিয়েছে বিজেপি। এমন ভিডিয়ো প্রকাশ্যে আসায় স্বভাবতই অস্বস্তিতে কংগ্রেস। অভিযুক্ত নেতার সাফাই, ওই যুবক বিশ্রী গালিগালাজ করছিলেন। তাই তাঁকে থামাতে গায়ে তোলেন।
জমে উঠেছে কর্নাটকের ভোটের ময়দান। রবিবার একটি ভিডিয়ো পোস্ট করে কর্নাটক বিজেপি। তাতে দেখা যাচ্ছে, কংগ্রেস নেতা তথা বিধায়ক এমবি পাটিল এক যুবকের সঙ্গে কথা বলতে বলতে তাঁকে সপাটে চড় মারছেন। এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই অস্বস্তিতে পড়ে কংগ্রেস। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
Goondaism is in the DNA of Congress
— BJP Karnataka (@BJP4Karnataka) April 23, 2023
Arrogant @INCKarnataka MLA @MBPatil physically assaults a youth for sharing his grievances.
Getting beaten up for sharing grievances is the ONLY guarantee that Congress delivers.#CongressGuaranteePakka420 #CriminalCongress pic.twitter.com/n0IjWN0tPA
বিজেপি অভিযোগ করে, ওই যুবক কংগ্রেস বিধায়ককে উন্নয়ন নিয়ে ‘কঠিন’ প্রশ্ন করেছিলেন। পদ্মশিবিরের দাবি, প্রচাররত পাটিলকে ওই যুবক প্রশ্ন করেছিলেন, গ্রামের উন্নয়নের জন্য তিনি কী করেছেন? উত্তর দিতে না পেরে চড় মেরে মুখ বন্ধ করে দেন এমবি পাটিল।
চড় মারার কথা অস্বীকার করছেন না অভিযুক্ত কংগ্রেস বিধায়ক। যদিও তাঁর বয়ান আলাদা। পাটিলের দাবি, প্রচারে বেরিয়ে ওই যুবকের সঙ্গে তাঁর দেখা হয়। যুবকটি বিশ্রী গালিগালাজ করছিলেন। তাতেই মেজাজ হারিয়ে চড় মেরে বসেন তিনি। ওই যুবক পাটিলের বাবালেশ্বর কেন্দ্রের অন্তর্গত একটি গ্রামে থাকেন বলে জানা গিয়েছে।