Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Sasikala

কমন বাথরুম, নেই এসি, শশিকলা সাধারণ বন্দিদের মতোই, জানাল কর্নাটক

আর পাঁচ জন অপরাধীর মতো ভিকে শশিকলাও এক জন। জেলের ভিতর আলাদা কোনও সুযোগ সুবিধা তাঁকে দেওয়া হচ্ছে না। এমনকী, কর্নাটক থেকে তামিলনাড়ুর কোনও জেলেও স্থান্তরিত করা হচ্ছে না তাঁকে। বুধবার এমনটাই জানিয়ে দিল কর্নাটকের কারা দফতর।

—ফাইল চিত্র

—ফাইল চিত্র

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ মার্চ ২০১৭ ২০:০১
Share: Save:

আর পাঁচ জন অপরাধীর মতো ভিকে শশিকলাও এক জন। জেলের ভিতর আলাদা কোনও সুযোগ সুবিধা তাঁকে দেওয়া হচ্ছে না। এমনকী, কর্নাটক থেকে তামিলনাড়ুর কোনও জেলেও স্থান্তরিত করা হচ্ছে না তাঁকে। বুধবার এমনটাই জানিয়ে দিল কর্নাটকের কারা দফতর।

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হয়ে শশীকলা আপাতত কর্নাটকের পরাপ্পানা অগ্রহর জেলে রয়েছেন। কিন্তু, বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল এআইএডিএমকে-র সাধারণ সম্পাদক নাকি জেলের ভিতর বাড়তি এবং বিশেষ সুবিধা পাচ্ছেন। এ নিয়ে তথ্যের অধিকার আইনে এমপি রাজভেলয়উথাম নামে এক আইনজীবী কর্নাটক সরকারের কাছে জানতে চেয়েছিলেন। এ দিন ওই জেলের ডেপুটি আইজি তার জবাব দিয়েছেন। জল্পনা চলছিল, শশিকলা এবং ওই জেলেই থাকা তাঁর আত্মীয় ইলাভরসিকে তামিলনাড়ুর জেলে স্থান্তরিত করা হবে। তিনি জানান, এখনও পর্যন্ত কারা দফতরের কাছে জেল পরিবর্তন সংক্রান্ত কোনও আবেদন জমা পড়েনি। কাজেই কর্নাটক থেকে তামিলনাড়ুর জেলে শশিকলাকে স্থানান্তকরণের কোনও প্রশ্নই নেই।

আরও খবর
শুটিং বিশ্বকাপে এ বার ব্যাক্তিগত ইভেন্টেও সোনা জয় জিতু রাইয়ের

তবে আইজি-র জবাবে জানা গিয়েছে, জেলে গিয়ে শশিকলার সঙ্গে দেখা করে কথা বলার অনুমতি দেওয়া হয়েছিল তাঁর ভাইপো টিটিভি দিনাকরণকে। গত মাসের ২০ তারিখে তিনি তাঁর পিসির সঙ্গে দেখা করে প্রায় আধ ঘণ্টা ধরে কথা বলেছেন। এ ছাড়া শশিকলার সেলে একটি টিভিরও ব্যবস্থা করেছেন জেল কর্তৃপক্ষ। তা বাদে পাখা, মাদুর, চাদর, এসি, জল গরম করার হিটার বা আলাদা শৌচালয়— কোনও কিছুরই ব্যবস্থা করা হয়নি। আর পাঁচ জন অপরাধীর মতোই তিনি জেলজীবন কাটাচ্ছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sasikala Tamil Nadu
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE