Advertisement
E-Paper

সই জাল করেছেন শশী! পনীরের দাবি খতিয়ে দেখার আশ্বাস রাজ্যপালের

হুমকির পর এ বার শশিকলার বিরুদ্ধে বিধায়কদের সই জাল করার অভিযোগ তুললেন তামিলনাড়ুর দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী পনীরসেলভম। তাঁর অভিযোগ, ১৩০ জন বিধায়কের সই করা যে সমর্থনপত্র রাজ্যপালকে দিয়েছেন শশিকলা, তা নাকি পুরোটাই ভাঁওতা!

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:০১
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

হুমকির পর এ বার শশিকলার বিরুদ্ধে বিধায়কদের সই জাল করার অভিযোগ তুললেন তামিলনাড়ুর দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী পনীরসেলভম। তাঁর অভিযোগ, ১৩০ জন বিধায়কের সই করা যে সমর্থনপত্র রাজ্যপালকে দিয়েছেন শশিকলা, তা নাকি পুরোটাই ভাঁওতা! দলের বিধায়কদের সই জাল করে তাঁদের সমর্থন থাকার মিথ্যা রটাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার রাজ্যপাল বিদ্যাসাগর রাওয়ের সঙ্গে প্রথমে পনীরসেলভম এবং পরে শশিকলা দেখা করতে যান। শশিকলা রাজ্যপালের কাছে ১৩০ জন বিধায়কের সই করা একটি সমর্থনপত্র জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। আর তার পরেই শশিকলার বিরুদ্ধে বিধায়কদের সই জাল করার অভিযোগ আনেন পনীরসেলভম। রাজ্যপালকে পনীর জানান, ওই কাগজটাই জাল। কারণ, বিধায়কদের দিয়ে জোরজবরদস্তি সাদা কাগজে সই করিয়ে নিয়েছেন শশী। সইয়ের আসল কারণ নাকি তাঁদের জানানোই হয়নি। এখন সেই কাগজকেই বিধায়কদের সমর্থনপত্র বলে চালাচ্ছেন শশিকলা। এমনকী যাঁরা সই করতে চাননি তাঁদের সই জাল করা হয়েছে বলেও তাঁর অভিযোগ।


বিধায়কদের সই করা সমর্থনপত্র রাজ্যপালকে দিচ্ছেন শশিকলা

পনীরসেলভমের এই অভিযোগকে যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছেন রাজ্যপাল বিদ্যাসাগর রাও। সূত্রের খবর, রাজ্যপাল ঘনিষ্ঠ মহলে বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, যদি সত্যি এমনটা হয়ে থাকে তা হলে তামিলনাড়ুর জন্য তা যথেষ্ট ক্ষতিকারক। এআইএডিএমকের কোনও এক বর্ষিয়ান সদস্য এবং তামিলনাড়ু বিধানসভার স্পিকারের সাহায্য নিয়ে এই অভিযোগের সত্যতা যাচাই করা হবে বলেও জানান তিনি। কোনও সই জাল করা হয়েছে কি না খতিয়ে দেখা হবে তাও।

বৃহস্পতিবারের সাক্ষাতে রাজ্যপালের কাছে পাঁচ দিন সময় চেয়েছেন পনীরসেলভম। যাতে তীব্র আপত্তি জানিয়েছেন শশিকলা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ৫ দিনে কতটা সমর্থন আদায় করতে পারবেন তা নিজেও নিশ্চিত নন পনীর। খুব কৌশলেই তিনি এই সময় চেয়েছেন। কারণ, আগামী সোমবার শশিকলার বিরুদ্ধে দুর্নীতি-মামলার রায় ঘোষণা করার কথা সুপ্রিম কোর্টের। তার আগে মুখ্যমন্ত্রীর কুর্সি দখলের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে শশিকলা-শিবির। অন্য দিকে, পনীর চাইছেন, যে ভাবেই হোক সোমবার পর্যন্ত বিষয়টি আটকে দিতে। যাতে শীর্ষ আদালতের রায় শশিকলার বিরুদ্ধে গেলে তিনি তার ফায়দা নিতে পারেন।

আরও পড়ুন: মোদীকে ক্ষমা চাইতে হবে, ক্রমে সুর চড়াচ্ছে বিরোধীরা

V. K. Sasikala O Panneerselvam Tamil nadu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy