Advertisement
০৫ ডিসেম্বর ২০২৫
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ মে ২০২৫ ১৬:৫৫
Share: Save:
না-জানলেই নয়
timer শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৫:৪২ key status

পাকিস্তানের কাশ্মীর বার্তা

 ভারত-পাক সংঘর্ষবিরতিকে স্বাগত জানিয়ে রবিবার ফের সমাজমাধ্যমে পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার পর রবিবার পাক বিদেশ মন্ত্রক জানিয়েছে, “জম্মু ও কাশ্মীরের সমস্যার যে কোনও ন্যায্য এবং স্থায়ী নিষ্পত্তির ক্ষেত্রে অবশ্যই কাশ্মীরি জনতার নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকারকে নিশ্চিত করতে হবে।” ট্রাম্পের বিবৃতিকে স্বাগত জানিয়েছে ইসলামাবাদ।

timer শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৫:৩২ key status

‘অপারেশন সিঁদুর’-এ ব্রহ্মস!

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তানের দিকে ছোড়া হয় ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। বলেন, ‘‘ব্রহ্মসের শক্তি কতটা, তা ‘অপারেশন সিঁদুর’-এর সময়ই স্পষ্ট হয়েছে। যদি কেউ সেটা বুঝতে না পারেন, তবে অবশ্যই এই ক্ষেপণাস্ত্রের প্রভাব সম্পর্কে পাকিস্তানকে জিজ্ঞাসা করতে পারে।’’ ব্রহ্মসের ব্যবহার নিয়ে অবশ্য ভারতীয় সেনা কিছু জানায়নি।

Advertisement
timer শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৩:৫৪ key status

পাক সন্ত্রাসের যোগ্য জবাব অপারেশন সিঁদুর: রাজনাথ

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ রবিবার একটি অনুষ্ঠান থেকে বলেন, ‘‘পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে যোগ্য জবাব ‘অপারেশন সিঁদুর’। যারা সিঁদুর মুছে দিয়েছিল, তারা সাজা পেয়েছে।’’

timer শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৩:৪৯ key status

‘অপারেশন সিঁদুর’ চলবে

সংঘর্ষবিরতি হলেও ‘অপারেশন সিঁদুর’ এখনও চলছে, রবিবার তা স্পষ্ট করল ভারতীয় বায়ুসেনা। কারণ এই অভিযান আসলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই।

timer শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৩:৪৮ key status

মোদীকে চিঠি রাহুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ভারতীয় সেনার অভিযান ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে একটি বিশেষ অধিবেশনের আবেদন জানিয়েছেন তিনি।

timer শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১৩:৪৭ key status

বৈঠক শেষ


দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে যে উচ্চ পর্যায়ের বৈঠক চলছিল, তা শেষ হয়েছে। অজিত ডোভাল, অনিল চৌহান, এস জয়শঙ্কর ছিলেন ওই বৈঠকে। ছিলেন স্থল, নৌ এবং বায়ু সেনার প্রধানেরাও।

Advertisement
timer শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১২:৩৯ key status

বৈঠক চলছে

মোদীর বাসভবনে বৈঠক চলছে। আছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, সিডিএস অনিল চৌহান, এনএসএ অজিত ডোভাল। স্থল, জল, বায়ু— তিন সেনার প্রধানই এই বৈঠকে আছেন।

timer শেষ আপডেট: ১১ মে ২০২৫ ১১:০৫ key status

মোদীর বাসভবনে বৈঠক

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে রবিবারও উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। পৌঁছোছেন বায়ু এবং নৌসেনা প্রধান। চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহানও বৈঠকে থাকবেন।

timer শেষ আপডেট: ১১ মে ২০২৫ ০৯:৩৯ key status

ট্রাম্পের পোস্ট

ভারত-পাক সংঘর্ষবিরতির পর নতুন করে রবিবার সকালে সমাজমাধ্যমে পোস্ট করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, দুই দেশ পরিস্থিতি বুঝে যে ভাবে সিদ্ধান্ত নিয়েছে তাতে তিনি গর্বিত। আমেরিকা এই সমঝোতায় সাহায্য করতে পেরে গর্বিত। দুই দেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করার বার্তা দিয়েছেন ট্রাম্প। কাশ্মীর সমস্যা নিয়েও আলোচনা করবেন বলে জানিয়েছেন।

timer শেষ আপডেট: ১১ মে ২০২৫ ০৯:৩২ key status

পঞ্জাব, জম্মু স্বাভাবিক

পঞ্জাবের ফেরোজ়পুর, পঠানকোট, জম্মু-কাশ্মীরের পুঞ্চ, অখনৌর, উরি, রজৌরিতে রবিবার সকাল থেকে শান্ত পরিস্থিতি রয়েছে। রাতভর কোনও গোলাগুলির শব্দ পাওয়া যায়নি।

timer শেষ আপডেট: ১১ মে ২০২৫ ০৯:২৯ key status

অমৃতসরে পরিস্থিতি স্বাভাবিক

রবিবার সকাল পর্যন্ত অমৃতসরে লাল সতর্কতা জারি ছিল। ৯টার পর স্থানীয় প্রশাসন ঘোষণা করেছে, লাল সতর্কতা তুলে নেওয়া হচ্ছে। সাধারণ মানুষ ইচ্ছামতো বাড়ির বাইরে বেরোতে পারবেন। 

timer শেষ আপডেট: ১১ মে ২০২৫ ০৯:২৭ key status

সকাল ১১টায় ফের সাংবাদিক বৈঠক

প্রতিরক্ষা মন্ত্রক রবিবার সকাল ১১টায় ফের সাংবাদিক বৈঠক করবে। ভারত-পাকিস্তান সংঘাতের বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থান জানানো হবে সেখানে।

timer শেষ আপডেট: ১১ মে ২০২৫ ০৮:২৮ key status

বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক

পঞ্জবের অমৃতসরে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হল। এখনও শহরে লাল সতর্কতা জারি আছে। নাগরিকদের ঘরের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। তবে জনসাধারণের প্রয়োজনে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হয়েছে। 

timer শেষ আপডেট: ১১ মে ২০২৫ ০৮:১৬ key status

সতর্কতা জারি

পশ্চিম সীমান্তবর্তী সব রাজ্যেই এখনও সতর্কতা জারি আছে। পঞ্জাবের অমৃতসরে জারি রয়েছে লাল সতর্কতা। সাধারণ মানুষকে একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।

timer শেষ আপডেট: ১১ মে ২০২৫ ০৮:১৫ key status

রাতভর বিস্ফোরণ হয়নি

নতুন করে আর গোলাবর্ষণ বা বিস্ফোরণ হয়নি জম্মু-কাশ্মীরে। আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণরেখা মোটের উপর শান্ত ছিল ১০-১১ তারিখের মধ্যবর্তী রাতে। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy