কাগুজে বাঘ নয়। আসল বাঘ। তবে দেখা মিলছে শুধু পর্দায়। রাঁচীর বিরসা মুন্ডা চিড়িয়াখানায় এখন এলইডি পর্দায় দর্শন মিলছে ‘পর্দানসীন’ বাঘেদের!
চিড়িয়াখানায় তো বাঘ খাঁচার ও পারে সরাসরি দেখার কথা! এলইডি পর্দায় কেন? উত্তর খুঁজতেই ভিড় হচ্ছে রাঁচীর এই চিড়িয়াখানায়। খাঁচার সামনে গিয়ে মানুষ দেখছেন বাঘ নেই। এলইডি পর্দায় একটি পূর্ণবয়স্ক বাঘিনী ও তার তিনটে ছানার ‘লাইভ’ খুনসুটি। চিড়িয়াখানার ডিরেক্টর সুনীল কুমার গুপ্ত বললেন, ‘‘বাঘিনী অনুষ্কার তিনটে মেয়ে হয়েছে এক মাস আগে। নিরাপত্তার কথা ভেবে এখনই তাদের দর্শকদের সামনে আনা হচ্ছে না।’’
বাঘেদের ব্যক্তিপরিসরে থাবা না বসিয়ে মনোরঞ্জনের এই আয়োজনের প্রশংসাও করছেন অনেকে। রোগ সংক্রমণের ভয়ে বাঘছানাদের প্রথম ক’মাস সামনের খাঁচায় আনা হয় না। মাস কয়েক আগে জামশেদপুর চিড়িয়াখানায় একসঙ্গে তিনটি বাঘের শাবক জন্মেছিল। একটি মেয়ে শাবক সংক্রমণে মারা যায়। মারা যায় হয় একটি পূর্ণবয়স্ক বাঘও। ‘‘এমন ঘটনা যেন না আর না ঘটে, সে জন্য এখানে আমরা বেশি সতর্ক, ’’ বললেন সুনীল