Advertisement
E-Paper

লোকসভা নির্বাচনে বিজেডির এক-তৃতীয়াংশ প্রার্থী হবেন মহিলা

ওড়িশায় লোকসভা আসনের সংখ্যা ২১। ফলে, এ বার ভোটে লড়বেন বিজেডির সাত মহিলা প্রার্থী। ২০১৪-র লোকসভা ভোটে রাজ্যের ২১টি আসনের মধ্যে ২০টিতেই জয়ী হয়েছিলেন বিজেডি প্রার্থীরা। বিজয়ীদের মধ্যে ছিলেন দু’জন মহিলা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৯ ১৭:৩৫
নবীন পট্টনায়ক। -ফাইল ছবি

নবীন পট্টনায়ক। -ফাইল ছবি

ওড়িশা থেকে এ বার লোকসভা নির্বাচনে বিজু জনতা দলের (বিজেডি) এক-তৃতীয়াংশ প্রার্থীই হবেন মহিলা। মুখ্যমন্ত্রী, বিজেডি সুপ্রিমো নবীন পট্টনায়ক শনিবার কেন্দ্রপাড়ায় একটি অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন। দেশে এই প্রথম কোনও দল লোকসভা ভোটে এক-তৃতীয়াংশ আসনে মহিলা প্রার্থী দেওয়ার ঘোষণা করল।

ওড়িশায় লোকসভা আসনের সংখ্যা ২১। ফলে, এ বার ভোটে লড়বেন বিজেডির সাত মহিলা প্রার্থী। ২০১৪-র লোকসভা ভোটে রাজ্যের ২১টি আসনের মধ্যে ২০টিতেই জয়ী হয়েছিলেন বিজেডি প্রার্থীরা। বিজয়ীদের মধ্যে ছিলেন দু’জন মহিলা।

যে লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে গতকাল এই ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী, সেই কেন্দ্রপাড়া আসনটি বিজেডির দুর্গ। এক সময় কেন্দ্রপাড়ার সাংসদ ছিলেন বৈজয়ন্ত পান্ডা। যিনি এখন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি।

আরও পড়ুন- ঘরে পাকিস্তানি কনে আনলেন পঞ্জাবি বর, সৌজন্যে সমঝোতা এক্সপ্রেস​

আরও পড়ুন- সরকারি বিজ্ঞাপন বন্ধ, প্রথম পাতা ফাঁকা রেখেই কাগজ ছাপল কাশ্মীরে​

কেন্দ্রপাড়ার এখন যিনি সাংসদ বিজেডির সেই পিনাকি মিশ্র বুঝিয়ে দিয়েছেন, তাঁর আসনটিও মহিলাদের জন্য সংরক্ষিত হতে চলেছে। তাঁর কথায়, ‘‘আমি এই সিদ্ধান্তকে সমর্থন করি। আমি মহিলা প্রার্থীর জন্য ভোটের লড়াই থেকে সরে দাঁড়াতে রাজি আছি।’’

বিজেডির এখনকার সাংসদদের অনেকেই এ বার টিকিট পাবেন না, এমন খবর কয়েক দিন ধরেই রটেছিল ওড়িশার বিভিন্ন সংবাদমাধ্যমে। তাঁরা এলাকায় আর ততটা জনপ্রিয় নন বলে। তাই এ বার লোকসভা ভোটে দলের প্রার্থীতালিকায় বড় রকমের রদবদল করতে চাইছিলেন নবীন।

বিজেডি সূত্রের খবর, নবীনের নিজের মহিলা ভোটব্যাঙ্ক যথেষ্টই মজবুত। এই সিদ্ধান্তের ফলে সেই ভোটব্যাঙ্ক আরও সংহত হবে। তারই সঙ্গে প্রার্থীতালিকায় তাঁর পছন্দের নতুন মুখ আনতে পারবেন।

বিজেডি সাংসদ বিশিষ্ট সাংবাদিক তথাগত শতপথী আগেই ঘোষণা করেছিলেন, এ বার তিনি দাঁড়াবেন না লোকসভা ভোটে। তিনিও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘‘আমার কেন্দ্রে বিজেডির কোনও মহিলা প্রার্থী হলে আমি খুশি হব।’’

BJD Odisha Naveen Patnaik নবীন পট্টনায়ক
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy