Advertisement
২৫ এপ্রিল ২০২৪

কাস্তে হাতে গম কেটে ভোটের প্রচার হেমার, কটাক্ষ সোশ্যাল মিডিয়ায়

গত লোকসভা নির্বাচনে মথুরা কেন্দ্র থেকে তিন লক্ষ তিরিশ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলেন হেমা।

প্রচার: নিজের এই ছবি টুইটারে পোস্ট করেছেন হেমা মালিনী।

প্রচার: নিজের এই ছবি টুইটারে পোস্ট করেছেন হেমা মালিনী।

সংবাদ সংস্থা
মথুরা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৯ ০২:৩০
Share: Save:

খেতে নেমে গম কাটছেন হেমা মালিনী! পাশে দাঁড়িয়ে কৃষক, কৃষক রমণীরা! এটা কোনও সিনেমার দৃশ্য নয়। এ ভাবেই প্রচার শুরু করলেন মথুরার বিজেপি প্রার্থী ‘ড্রিমগার্ল’ হেমা। গম কাটার কয়েকটি ছবি তিনি টুইটারে পোস্টও করেন। হেমার প্রচার অভিযানকে কটাক্ষ করতে ছাড়েনি নেটিজেনদের একাংশ।

গত লোকসভা নির্বাচনে মথুরা কেন্দ্র থেকে তিন লক্ষ তিরিশ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছিলেন হেমা। এ বারও তিনি ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী। গোবর্ধন ক্ষেত্র এলাকা থেকে গত কাল প্রচার শুরু করেন তিনি। সেখানে মাঠে নেমে গম কাটেন। শুধু তাই নয়, তিনি কাটা গম নিজের হাতে অন্যত্র সরিয়ে রাখেন। চারটি ছবি টুইট করে হেমা লেখেন, ‘‘গোবর্ধন ক্ষেত্র থেকে প্রচার শুরু করলাম। সুযোগ হল মাঠে কাজ করতে থাকা কয়েক জন মহিলার সঙ্গে কথা বলার।’’

ওই ছবি টুইটারে ভাইরাল হয়েছে। তবে হেমার প্রশংসার চেয়ে তির্যক মন্তব্যই বেশি করেছেন নেটিজেনেরা। নানা: চৌকিদার চোর হ্যায় নামে এক জন লিখেছেন, ‘‘পাঁচ বছরে আপনার কৃষকদের কথা মনে পড়ল না। ভোট আসতেই ছবি তুলতে চলে এলেন। আপনারা আর কত দিন গরিবদের নিয়ে মজা করবেন?’’ প্রিয়ঙ্কা সিংহ যাদব লিখেছেন, ‘‘নিজের সংসদীয় এলাকার জন্য যদি কিছু করতেন, তা হলে আজ এই কাজের দরকার হত না।’’ প্রবাল পনিয়ার টুইট, ‘‘বাহ্ হেমাজি! ভোট আসতেই নাটক শুরু।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

প্রশংসাও করেছেন কেউ কেউ। সোনিয়া চোপড়ার টুইট, ‘‘রাজনীতিক, অভিনেত্রী, শিল্পী, মা— সব ভূমিকাতেই আপনি পরিশ্রমী, পারদর্শী। আপনি সৎ এবং একনিষ্ঠ ভাবে কাজ করেন।’’

শুধু হেমা নন, দিন দুয়েক আগে পুরীর বিজেপি প্রার্থী সম্বিত পাত্রও টুইটারে ছবি পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছিলেন। ওই ছবি দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পের সাফল্য নিয়ে। এ দিনও ফের পুরীতে গ্রামবাসীদের বাড়িতে মধ্যাহ্নভোজ সারার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সম্বিত। কিন্তু বিতর্ক এড়াতে রান্নার ছবি পোস্ট করেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE