কনৌজে বিজেপি-বিরোধী মহাজোটের সভায় ষাঁড় ঢুকে পড়েছিল কয়েক সপ্তাহ আগে। কিন্তু রাজনীতিতে তার জের এখনও কাটেনি। আজ ফের ওই প্রসঙ্গ উস্কে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আজ ষাঁড়ের প্রসঙ্গে শিবের বাহন নন্দীর প্রসঙ্গ টেনে এনেছেন যোগী। উত্তরপ্রদেশের কুশীনগরের এক সভায় তিনি বলেন, ‘‘কসাইয়ের বন্ধুদের শিক্ষা দিতে মহাজোটের সভায় গিয়েছিলেন নন্দী বাবা। কিন্তু আমি নন্দী বাবাকে অনুরোধ করলাম আপাতত তাদের ছেড়ে দিতে। কারণ, এখন আদর্শ আচরণবিধি চালু রয়েছে। ভোটের পরে নন্দী বাবা তাঁর কাজ করতে পারেন।’’ যোগী জমানায় উত্তরপ্রদেশে গোহত্যা বিরোধী আইন কঠোর হয়েছে। কিন্তু যোগী তথা বিজেপির বিরুদ্ধে বারবার তথাকথিত গোরক্ষকদের মদত দেওয়ার অভিযোগ তুলেছেন বিরোধীরা।
কনৌজের ঘটনার পরেই বিষয়টি নিয়ে বিরোধীদের খোঁচা দিয়েছিলেন যোগী। জবাবে এসপি নেতা অখিলেশ যাদব বলেন, ‘‘ষাঁড় আসলে অভিযোগ জানাতে এসেছিল।’’ রাজনীতিকদের মতে, যোগী আজ তারই জবাব দিয়েছেন। আদর্শ আচরণবিধির কথা তুলে কমিশনকেও কটাক্ষ করেছেন বলে মত রাজনীতিকদের। কুকথা বলার জেরে কমিশনের নির্দেশে যোগীর প্রচার ৭২ ঘণ্টা বন্ধ ছিল।