Advertisement
২৬ এপ্রিল ২০২৪
National news

লোয়ার মৃত্যু স্বাভাবিক, সিবিআই তদন্ত নিষ্প্রয়োজন, রায় সুপ্রিম কোর্টের

নথিপত্র খতিয়ে দেখে সুপ্রিম কোর্টের বক্তব্য, বিচারক লোয়ার মৃত্যুতে কোনও রহস্য নেই। ফলে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করানোরদরকার নেই।

লোয়ার মৃত্যু স্বাভাবিক, জানাল সুপ্রিম কোর্ট।

লোয়ার মৃত্যু স্বাভাবিক, জানাল সুপ্রিম কোর্ট।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৮ ১৫:৩৩
Share: Save:

বিচারক বিএইচ লোয়ার মৃত্যুর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। তাই সেই ঘটনায় সিবিআই তদন্ত নিষ্প্রয়োজন। বৃহস্পতিবার এই রায়দিলসুপ্রিম কোর্ট। সিবিআই তদন্ত দাবি করে যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল তা খারিজ করে কড়া ভাষায় সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই মামলা দায়ের করা হয়েছিল বিচার ব্যবস্থাকে আঘাত করার জন্য।

গুজরাতে শেখ সোহরাবুদ্দিন ভুয়ো হত্যা মামলার বিচারক ছিলেন বিএইচ লোয়া। সেই মামলায় নাম জড়ায় বিজেপি সভাপতি অমিত শাহ-র। কিন্তু আচমকাই ২০১৪-র ১ডিসেম্বর মামলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বিচারক লোয়ার। এ নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠলেও বম্বে হাইকোর্ট কিন্তু এই ঘটনায় অস্বাভাবিক কিছু পায়নি।

বম্বে হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করা হয়েছিল। রায় ঘোষণা করতে গিয়ে প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এএম খানবিলকর এবং বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ বলেছে, যে ভাবে বম্বে হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে প্রশ্ন তোলা হয়েছে, তা বিচার ব্যবস্থার উপর আঘাত। মামলা করা হয়েছিল রাজনৈতিক কারণে।নথিপত্র খতিয়ে দেখে সুপ্রিম কোর্টের বক্তব্য, বিচারক লোয়ার মৃত্যুতে কোনও রহস্য নেই। ফলে নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করানোরদরকার নেই।

আরও খবর: নোটসঙ্কট মিটতে আরও দু’সপ্তাহ! আশঙ্কা বিশেষজ্ঞ মহলে

আরও পড়ুন: পাক সীমান্তে সেনা সক্রিয়তা বাড়াচ্ছে কেন্দ্র

এ দিন বিচারপতি লোয়া মামলার রায় ঘোষণার খানিক আগে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট ‘হ্যাক’ হয়ে যায়। মেরামতির জন্য তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE